• ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের সমাবেশে থাকবে তৃণমূল
    আজকাল | ১২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে মহাসমাবেশ করেছিল বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। সেখানে তৃণমূলের তরফে ডেরেক ও" ব্রায়েন এবং সাগরিকা ঘোষ উপস্থিত ছিলেন। সূত্রের খবর, দিল্লির পর ঝাড়খণ্ডের মহাসমাবেশেও হাজির থাকবেন বাংলার শাসক দলের প্রতিনধি। তবে কে উপস্থিত থাকবেন, সেকথা জানা যায়নি এখনও। এই মুহূর্তে জেলে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের সমর্থনে দিল্লিতে মেগা সমাবেশ করেছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। উপস্থিত ছিলেন সুনীতা কেজরিওয়াল, একই মঞ্চে হাজির ছিলেন সোরেন পত্নীও। এবার হেমন্ত সোরেনের সমর্থনে ঝাড়খণ্ডে মহা সমাবেশ ইন্ডিয়া জোটের। হেমন্তের গ্রেপ্তারির প্রতিবাদে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়াতে ২১ এপ্রিল রাঁচিতে উলুগুলান মহা র‍্যালির আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, সেখান থেকেই একপ্রকার ভোট প্রচার শুরু করবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এই আয়োজনের সর্বাগ্রে রয়েছেন কল্পনা সোরেন। গণতন্ত্র বাঁচাও শীর্ষক এই মহা সমাবেশে উপস্থিত থাকার জন্য কল্পনা সোরেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গিয়েছে। এই মুহুর্তে লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। জানা গিয়েছে দলের প্রতিনিধি হাজির থাকবেন ঝাড়খণ্ডের মহা সমাবেশে।
  • Link to this news (আজকাল)