• বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে বাংলা থেকে গ্রেপ্তার ২
    আজকাল | ১২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে বাংলা থেকে গ্রেপ্তার ২। কাঁথি থেকে ওই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা এনআইএ। তাদের নাম, মুসাভির শাজিব হুসেন এবং আবদুল মাঠিন আহমেদ। এনআইএ সূত্রের খবর, বিস্ফোরণের পর তারা বাংলায় এসে আত্মগোপন করেছিল। ১ মার্চ  বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে দশ জন আহত হন। ঘটনার পরেই ওই ক্যাফের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, এক যুবক ক্যাফের ভেতরে একটি ব্যাগ রেখে আসে, ঘন্টাখানেক পর তা থেকেই ঘটে বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণ কাণ্ডে জড়িত মূল অভিযুক্ত মুজাম্মিল শরিফকে আগেই আটক করা হয়েছিল। খোঁজ চলছিল সন্দেহভাজন বাকি দুজনের। জাতীয় তদন্তকারী সংস্থা ওই দু" জনকে আটক করার পর, ঘটনার প্রেক্ষিতে কুণাল ঘোষ তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "এনআইএকেও মানতে হল রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা। বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেপ্তার তারা করেছে, তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ।" একই সঙ্গে তিনি লিখেছেন, "বাংলার পুলিশ দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং অন্য এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত, আবার প্রমাণিত।"
  • Link to this news (আজকাল)