• ‌কমিশনের নির্দেশ মেনে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতের টাকা দিল বিপর্যয় মোকাবিলা দপ্তর ...
    আজকাল | ১২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নির্বাচন কমিশনের শর্ত মেনেই ঝড়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির বাসিন্দাদের বাড়ি মেরামতের টাকা দিল বিপর্যয় মোকাবিলা দপ্তর। বৃহস্পতিবার এই টাকা দেওয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছিল, রাজ্যে নির্বাচনী আচরণবিধি জারি থাকায় দুর্গতদের রাজ্য সরাসরি বাড়ি তৈরি করে দিতে পারে না। তবে বাড়ি মেরামতির জন্য আর্থিক সাহায্য করতে পারে। অল্প ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ৫ হাজার এবং বেশি ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ২০ হাজার টাকা। এরপর কমিশনের নির্দেশ মেনেই বৃহস্পতিবার থেকে বাড়ি মেরামতির টাকা পাঠানোর কাজ শুরু করল প্রশাসন। ক্ষতিগ্রস্ত ৬৩২ টি পরিবারের মধ্যে ৪৪০ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ২০ হাজার টাকা। প্রসঙ্গত, কিছুদিন আগে কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল জলপাইগুড়ি, ময়নাগুড়ির বিস্তৃর্ণ এলাকা। রাতেই ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজও শুরু করল রাজ্য। 
  • Link to this news (আজকাল)