সরাসরি মোদীকে চ্যালেঞ্জ, বারাণসী থেকে নির্বাচনী ময়দানে তৃতীয় লিঙ্গের প্রার্থী, কে এই হেমাঙ্গি?
এই সময় | ১২ এপ্রিল ২০২৪
লোকসভা নির্বাচনে এবার প্রচুর সংখ্যক তৃতীয় লিঙ্গের প্রার্থী লড়াইয়ের ময়দানে। ধানবাদ আসন থেকে টিকিট পেয়েছেন তৃতীয় লিঙ্গের সুনয়না। বিজ্ঞানে স্নাতক সুনয়না মনে করছেন, এই সুযোগ তাঁকে সমাজের কাছে গ্রহণযোগ্য করে তুলবে। আবার অখিল ভারতীয় হিন্দু মহাসভার প্রার্থী তৃতীয় লিঙ্গের হেমাঙ্গি সাকি দাঁড়িয়েছেন খোদ নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসী থেকে।হেমাঙ্গির কথায়, 'আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নই। আমাদের কমিউনিটির মানুষদের কথা সমাজে প্রতিষ্ঠা করতেই আমার ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত।' তবে হিসেব বলছে ভারতের ইতিহাসে সংসদীয় রাজনীতিতে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের তেমন কোনও রেকর্ড নেই। ভোটব্যাঙ্ক হিসেবেও এই তৃতীয় লিঙ্গের মানুষদের তেমনভাবে গুরুত্ব দিতে চায় না রাজনৈতিক দলগুলি। এমনটাই মনে করছেন সুনয়না, হিমাঙ্গিরা।
নির্বাচনে 'নিখোঁজ' তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই থার্ড জেন্ডার ভোটারদের মর্যাদা দেওয়া হয়। তা সত্ত্বেও 'নিখোঁজ' ধরা হয় এই কমিউনিটিকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও তৃতীয় লিঙ্গের ছয় জন ভোট ময়দানে নেমেছিলেন। তাঁদের মধ্যেও কেবলমাত্র একজনকে টিকিট দিয়েছিল কোনও রাজনৈতিক দল। তবে ২০২৪ সালের নির্বাচনে ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা বেড়েছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে, ২০১৯ সালে ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা ছিল ৩৯ হাজার ৬৮৩। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪৪ জন। প্রত্যেক নির্বাচনে তৃতীয় লিঙ্গের কয়েকজন করে প্রার্থী থাকলেও পরিচিতি থাকে কম।
কোন কোন তৃতীয় লিঙ্গের প্রার্থী জনপ্রিয় হন?শবনম মাসি ছাড়া লোকসভা কিংবা কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত কোনও তৃতীয় লিঙ্গের প্রার্থী জয়লাভ করতে পারেননি। ১৯৯৮ সালে শবনম মাসি শোহডোল বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন। তিনি কংগ্রেস, BJP এবং সমাজবাদী পার্টির প্রার্থীদের হারিয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সে কারণে তাঁর এই প্রার্থীর নির্বাচনী ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
AAP-এর প্রার্থীতালিকায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিগতবারের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের চারটি আসনে প্রার্থী দিয়েছিল আম আদমি পার্টি। তাঁদের মধ্যে ছিলেন মহামণ্ডলেশ্বর ভবানী বাল্মিকী। তিনি এসাহাবাদ আসন থেকে আপের প্রার্থী হিসেবে লোকসভায় দাঁড়িয়েছিলেন। দিল্লির বাসিন্দা এই ভবানী বাল্মিকী অত্যন্ত দরিদ্র পরিবারের। ১০ বছর বয়সে তিনি নিজের লিঙ্গ পরিচয় সম্পর্কে অবগত হন। ২০১০ সালে তিনি হিন্দু ধর্ম ছেড়ে ইসলামে রূপান্তরিত হয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি ফের হিন্দু ধর্মকে আপন করে নেন এবং এলাহাবাদের কিন্নড় সমাজের মহামণ্ডলেশ্বর পদে বসেন। একইভাবে তামিলনাড়ুতে চেন্নাই দক্ষইণ আসন থেকে লোকসভায় লড়াই করেছিলেন একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী এম রাধা। তিনি পরাজিত হয়েছিলেন। পেয়েছিলেন ১০৪২টি ভোট। মুম্বই সেন্ট্রাল আসন থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তৃতীয় লিঙ্গের প্রার্থী স্নেহা কালে। তিনি BJP-র পুনম মহাজন, কংগ্রেসের প্রিয়া দত্তকে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন। তিনি পেয়েছিলেন মোট ৬৭৪টি ভোট।