• Lok Sabha Election 2024: রাম মন্দিরই লোকসভা নির্বাচনে বিজেপির তুরুপের তাস? জানুন কী বলছে প্রাক নির্বাচন সমীক্ষা
    এই সময় | ১২ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচনের ঠিক আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলি। সেইমতোই চলছে এজেন্ডা সেটিংয়ের কাজও। রাজনৈতিক দলগুলি চেষ্টা করে সেই সব বিষয়গুলিকে ফোকাস করতে যেগুলিকে তারা গুরুত্ব দিতে চাইছে। এমন বিষয়গুলির উপর ফোকাস করে যেগুলিকে তারা একত্রিত করা সহজ বলে মনে করে। অবশেষে প্রাক নির্বাচন সমীক্ষার পর কিছু বিষয় জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারে কারণ সেগুলি ভোটারদের বাস্তব অভিজ্ঞতার অংশ। সম্প্রতি সামনে এসেছে সিএসডিসি লোকনীতি ২০২৪- প্রাক নির্বাচনী সমীক্ষার ফল।লোকসভা নির্বাচনের আগে CSDC-লোকনীতি দ্বারা পরিচালিত প্রাক নির্বাচন সমীক্ষায় জনগণের কাছে রাম মন্দির নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সদ্য নির্মীত রাম মন্দির কী ভোটারদের ভোটের সিদ্ধান্তে পৌঁছনোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে? এই প্রশ্নের উত্তরই সামনে এসেছে প্রক নির্বাচনী সমক্ষার মাধ্যমে।

    এই প্রশ্নের উত্তরে জনমত বেশিরভাগই সায় দিয়েছে রাম মন্দিরের পক্ষে। বলাই বাহুল্য চলতি বছরের সবচেয়ে উত্তেজনা পূর্ণ ইভেন্ট যদি ধরা হয় তাহলে তালিকার শীর্ষে থাকবে রাম মন্দির ইস্যু। গত তিন দশকেরো বেশি সময় ধরে ভারতীয় রাজনীতিতে সব থেকে চর্চিত বিষয় হলো এই রাম মন্দির। জনমত সমীক্ষায় দেখা গেছে বিজেপি যদি তাদের প্রচারে রাম মন্দির ইস্যুকে বেশি প্রাধান্য দেয় তাহলে লাভবান হবে। কারণ সেক্ষেত্রে হিন্দু জনমতকে খুব সহজেই সংগঠিত করা যাবে। ২০২৪ সালের রাম মন্দির পুনর্নির্মাণের মধ্যে দিয়ে বিজেপি কার্যত নীরবে হিন্দু পরিচয়কে সুসংহত করেছে তা বলাই যায়। তাই সমীক্ষায় দেখা গেছে নির্বাচনী প্রচারের সময় যদি রাম মন্দির ইস্যুর উপর বেশি ফোকাস করা যায় তাহলে বিজেপি আরও লাভবান হবে।

    প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় প্রচারে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ২০১৯ সালেও বিজেপির নির্বাচনী ইশতেহারে স্থান পেয়েছিল রাম মন্দির। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালনে সক্ষম হয়েছে কেন্দ্রের শাসকদল। ফলে আসন্ন লোকসভা নির্বাচনে রাম মন্দিরকেই দাবার ঘুঁটি হিসাবে যে বিজেপি ব্যবহর করবে সেকথা বলাই বাহুল্য।

    এই নিয়ে সুর চড়াতে পিছপা হননি বিরোধীরা। লোকসভা নির্বাচনের ঠিক আগে রাম মন্দিরের উদ্বোধনের পিছনে যে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তাই নিয়ে একাধিকবার অভিযোগ করেছে বিরোধীরা।

    অবশ্য বিরোধীদের বেশি পত্তা না দিয়ে রাম লালাকে নিয়ে জনগণের ধর্মীয় আবেগকে কাজে লাগাতেই আপাত মত্ত কেন্দ্রীয় শাসকদল।
  • Link to this news (এই সময়)