• S Damodaran: ভোটপ্রচারের খরচ জোগাড়ে সবজি বিক্রি! পদ্মশ্রী প্রার্থীর ভিডিয়ো চমকে দেবে
    এই সময় | ১২ এপ্রিল ২০২৪
  • হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সক্কলে। রীতিমতো ঢাকঢোল পিটিয়ে রমরমিয়ে প্রচার চালাচ্ছেন তাবড় তাবড় নেতা নেত্রীরা। এরই মাঝে একটা উল্টো ছবি ধরা পড়েছে তামিলনাড়ুতে। নির্বাচনী প্রচারে বাধা হয়ে দাঁড়িয়েছে টকা। আর তাই প্রচারের খরচ জোগাড় করতে সবজি বিক্রি করছেন লোকসভা নির্বাচনের পদ্মশ্রী প্রার্থী এস দামোদরন। সবজি বিক্রির ফাঁক ফোকরেই চলছে নির্বাচনী প্রচার। তামিলনাড়ুর এই প্রার্থীর ভিডিয়ো কাঁপিয়ে দিয়েছে নেট দুনিয়া।কে এই প্রার্থী?এস দামোদরন, ২০২৪ সালেন লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর ত্রিচি কেন্দ্রের প্রার্থী। স্বচ্ছতা বজায় রাখতে তাঁর পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ ২০২২ সালে পেয়েছিলেন পদ্মশ্রী। আসন্ন লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়তে নেমেছেন ভোটের ময়দানে। গ্যস স্টোভ প্রতীকে লড়াই রছেন তিনি। তিনি বলেছেন, নিজের কেন্দ্রকেও স্বচ্ছ সবুজ শহর হিসেবে গড়ে তুলতেই লড়াই করবেন। সেই জন্যই অভিনব উপায়ে প্রচারে নেমেছেন তিনি। সবজি বিক্রিকরে জনসংযোগ করছেন। কেনা বেচার মধ্যেই গাঁথছেন ফুলের মালাও।

    দীর্ঘ ৪০ বছর ধরে স্বচ্ছতা জয় রাখার কাজ করেছেন দামোদরন। তিনি বলেন, ’২১ বছর বয়স থেকে কাজ শুরু করেছি। আজ আমার ৬২ বছর বয়স। জলের ব্যবস্থা করা এবং গ্রাম শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য ৬০ বছর বয়সে পেয়েছিলাম পদ্মশ্রী। রাজীব গান্ধী থেকে সুরু করে নরেন্দ্র মোদী সহ মোট ৯ জন প্রধানমন্ত্রীর আমলে কাজ করেছি। গ্রামে স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রের সমস্ত প্রকল্পে কাজ করেছি। যতগুলো গ্রামে কাজ করেছি আজ প্রত্যেকটাই রোল মডেল গ্রাম হিসাবে মনোনীত হয়েছে।’

    ত্রিচিকে সবুজ শহর হিসবে গড়ে তুলতে চান আর সেই কারণেই রাজনীতির ময়দানে নেমেছেন বলে জানিয়েছেন এই পদ্মশ্রী প্রাপক। তিনি জানিয়েছেন, যেখানেই গেছেন সেখানেই মানুষ তাঁকে কাছে টেনে নিয়েছে তাই নিজের কেন্দ্রের বাজার থেকেই জনসংযোগ করছেন তিনি।

    প্রসঙ্গত উল্লেখ্য, এস দামোদরন রাজীব গান্ধীর আমল থেকেই বিভিন্ন গ্রামীণ ও শহুরে এলাকায় জল এবং স্যানিটেশনের সুবিধা প্রদানের জন্য দেওয়া প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন।

    তিরুচরাপল্লীর প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা প্রসঙ্গে দামোদরন বলেন, তিরুচিরাপল্লী শহরের পরিচ্ছন্নতা এবং সুজায়ন বড়ানোর পাশাপাশি যানজট কমনোর জন্য রিং রোডটি পুনরায় নির্মাণের মতো কাঠামোগত ত্রুটি মোকাবলার উপর জোর দেবেন। একইসঙ্গে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ফ্লাইওভারের উন্নয়নের পরিকল্পণার কথাও শেয়ার করেছেন তিনি।
  • Link to this news (এই সময়)