• বেঙ্গালুরু বিস্ফোরণের 'নাটের গুরু' লুকিয়ে দিঘার হোটেলে! কী ভাবে NIA-র জালে আব্দুল-মুসাভির?
    এই সময় | ১২ এপ্রিল ২০২৪
  • গত ১ মার্চ কেঁপে উঠেছিল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে। এই ঘটনায় তদন্তে নামে জাতীয় তদন্তকারী সংস্থা NIA। নাম উঠে আসে আব্দুল মথিন আহমেদ ত্বহা ও মুসাভির হুসেন শাজিবের। কিন্তু, এই ঘটনার পর থেকেই পলাতক ছিল তারা। এই দুই সন্দেহভাজনের হদিশ দিলে ১০ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে, ঘোষণা করেছিল NIA।বেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটনো ব্যক্তিদের হদিশ পাওয়া গেল কাঁথিতে! কী ভাবে দুই সন্দেহভাজন গ্রেফতার! পশ্চিমবঙ্গ পুলিশের থেকে আগেই জানানো হয়েছে, তাদের এবং NIA-র যৌথ উদ্যোগে এই অপারেশন হয়। কী ভাবে জালে তারা? এবার বিস্তারিত জানালেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য।

    তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমাদের কাছে একটি তথ্য আসে। সেই তথ্যের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং NIA-এর একটি যৌথ অপারেশন হয়। তথ্য আসার সঙ্গে সঙ্গে ২ ঘণ্টার মধ্যে রামেশ্বরম বিস্ফোরণের যে দুই অভিযুক্ত রয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে। এটি যৌথ অপারেশন। তথ্য আসার দুই ঘণ্টার মধ্যে সমস্ত ব্যবস্থা করা হয় এবং দুই জনকে গ্রেফতার করা হয়। কোন পথে তদন্ত তা তদন্তকারী সংস্থা বলতে পারবে।’

    তিনি আরও বলেন, ‘গতকাল রাতে একটি তথ্য আসে আমাদের কাছে। সেই তথ্যের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সি যৌথভাবে একটি অপারেশন হয়।’

    ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বেঙ্গালুরুতে একটা বোমা পড়েছিল। ২ ঘণ্টা বাংলায় লুকিয়ে ছিল। আমরা ২ ঘণ্টার মধ্যে ধরিয়ে দিয়েছি। আমাদের পুলিশ। সেখানে বলছে বাংলা সেফ নয়। তোদের গুজরাট, উত্তরপ্রদেশ সেফ? BJP একটি অত্যাচারি দল।' অন্যদিকে, তার আগেই রাজ্যকে আক্রমণ করে সুর চড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    তিনি রাজ্যকে ‘অপরাধীদের মুক্তাঞ্চল’ বলে কটাক্ষ করেছিলেন। সরব হয়েছিলেন কুণাল ঘোষও। তিনি একটি টুইটে লেখেন, 'NIA কেও মানতে হল রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা। বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেপ্তার তারা করেছে, তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ।আর কোথা থেকে ধরেছে? কাঁথি। সবাই জানে সেখানে কোন্ পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক। বাংলার পুলিশ দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং অন্য এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত, আবার প্রমাণিত। তাছাড়া মনে রাখুন, এই মামলায় একজন বিজেপি কর্মীও গ্রেপ্তার হয়েছিল।’
  • Link to this news (এই সময়)