লোকসভা নির্বাচনে বঙ্গ BJP-র অনেকটাই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদারের 'কাপ্তানি'-তে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে গেরুয়া শিবির। পাশাপাশি উল্লেখযোগ্য ভূমিকায় সর্বত্র দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকেও।রাজ্যের শাসক দলের বিরোধিতায় বিভিন্ন ইস্যুতে সুর চড়াচ্ছেন তিনি। এরমধ্যেই শুভেন্দু অধিকারীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে কেন্দ্রের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা যাচ্ছে তাঁকে। তবে তা এখনকার নয়। পুরনো। অর্থাৎ পুরনো ভিডিয়ো নতুন করে ভাইরাল করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
ভাইরাল পোস্টে ঠিক কী দাবি করা হয়েছে?
সম্প্রতি একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, যেখানে একটি ভিডিয়োতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে, 'যুক্ত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দিল্লির টাকা বলে কিছু হয় না। এই বাংলা হকের টাকা পায়। আর বাংলাকে তোমরা বঞ্চিত কর।'
শুভেন্দু অধিকারীর এই পোস্ট ভাইরাল হয়েছে
এই ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশানে লেখা হয়, 'শুভেন্দু র গর্জন বিজেপির বিসর্জন…দীর্ঘদিন ধরে তৃনমূল কংগ্রেস দাবী করে আসছে ১০০ দিনের কাজ ও আবাস যোজনা র টাকা আটকানো বেআইনি! কেন্দ্র সরকার এর কোনও অধিকার নেই টাকা আটকানোর ! কেন্দ্রের টাকা বলে কিছু হয়না ! এটা দেশ বাসীর প্রাপ্য টাকা ! মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পর্যন্ত এই বিষয় তৃনমূলের সাথে এক মত হলেন! (বানান অপরিবর্তিত)' ভিডিয়োটিতে পুরুলিয়ার লোকেশন দেওয়া রয়েছে।
তদন্তে উঠে এল সত্যিটা
এই ভিডিয়োটির কি ওয়ার্ড দিয়ে সার্চ করে 'নিউজ চেকার'। ইউ টিউবে 'বিজেপিকে আক্রমণ শুভেন্দুর পুরুলিয়া' লিখে সার্চ করলে একই ধরনের এবিপি আনন্দের একটি ভিডিয়ো সামনে আসে। এই ভিডিয়োটির ক্যাপশান ছিল TMC responds to the allegations of Amit Shah from rally of Purulia।
এই ভিডিয়োটি আপলোড করা হয় ২০১৮ সালে ১ জুলাই। ওই ভিডিয়োটি ২ মিনিট ৫ সেকেন্ডের। সেখানেই শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন। উল্লেখ্য, ২০২০ সালে ১৯ ডিসেম্বর অমিত শাহের সভাতে BJPতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। তার আগে শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন।
কী সিদ্ধান্তে আসা গেল?
এই সমস্ত বিষয় বিবেচনা করে এটা স্পষ্ট যে ভিডিয়োটি পুরনো। অর্থাৎ BJP-তে যোগদান করার আগে এই মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী।
(This story was originally published by News Checker and Edited And Translated by Ei Samay Digital as part of the Shakti Collective)