• রুল বুকেই সীমাবদ্ধ সব বিধিনিষেধ, হোটেল থেকে ২ জঙ্গির গ্রেফতারিতে ফের বেআব্রু দিঘার নিরাপত্তা
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৪
  • বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফের দুই অভিযুক্ত আব্দুল মথিন আহমেদ ত্বহা ও মুসাভির হুসেন শাজিবকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে নিউ দিঘার হোটেল থেকে। NIA এবং রাজ্য পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এরপরেই প্রশ্ন উঠছে, দিঘার হোটেলগুলিতে সুরক্ষা ব্যবস্থার জন্য প্রশাসন যে মাপকাঠিগুলি বেঁধে দিয়েছে, তা আদৌ পালন করা হচ্ছে তো?সূত্রের খবর, জঙ্গি সন্দেহে ধৃত ওই দুই ব্যক্তির কাছে ভুয়ো পরিচয়পত্র ছিল। তারা কি এই ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করেছিল? তা নিয়ে প্রশ্ন উঠছে। এরই মধ্যে দিঘার হোটেলগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। হোটেলে পর্যটকদের রুম দেওয়ার ক্ষেত্রে যাবতীয় নিয়ম মানা হচ্ছে তো?

    কী বলছে দিঘার হোটেল সংগঠন?

    এই প্রসঙ্গে দিঘা হোটেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, 'আমারা আধার কার্ড-ভোটার কার্ড দেখেই, নথি নিয়েই রুম দিই। কিন্তু, কেউ ভুয়ো কার্ড দিলে তো আমাদের কিছু করার নেই। যা যা পদক্ষেপ করার হোটেল কর্তৃপক্ষ করেছে। এক্ষেত্রে তো ওদের কোনও দোষ নেই।'

    এদিকে কিছু ছোট ছোট হেটেলের বিরুদ্ধে অনেক সময় টাকার লোভে উপযুক্ত নথি না নিয়ে রুম দেওয়ার অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে বিপ্রদাস চক্রবর্তী বলেন, 'মনে হয় না কোনও হোটেল এই ধরনের কাজ করছে। এত উদাসীন কেউ নয় বলেই মনে হয়।'

    কী বলছে প্রশাসন?

    এই প্রসঙ্গে কাঁথির এসডিপিও দিবাকর দাস জানান, পুলিশের অতিথি পোর্টাল আছে। সেখানে অনেক হোটেল কর্তৃপক্ষ নিয়ম মানছেন না। এবার প্রতিনিয়ত কড়া নজদারির ব্যবস্থা করা হবে। সমস্ত হোটেল কর্তৃপক্ষ অতিথি পোর্টালে যাতে নাম নথিভুক্ত করে সেই দিকে বিশেষ নজরদারি চালানো হবে।'

    এদিকে কাঁথির এসডিও তথা দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৌভিক ভট্টাচার্য বলেন, 'এটি পুরোটাই পুলিশের আওয়াভুক্ত। আমাদের এক্ষেত্রে আলাদা করে কোনও বিষয় নেই। আমাদের যেমন গাইড লাইন দেওয়া হবে সেই মোতাবেক হোটেলগুলোকে নির্দেশ দেব।’

    তিনি আরও বলেন, ‘শুনেছি ওরা পরিচয়পত্র দেখিয়েছে। তা যাচাই কী ভাবে করা যাবে তা আমরা বলতে পারব না। অতিথি পোর্টালে আপলোড করেছে কিনা তা জানা নেই। ওরা আরও দুটো জায়গায় ভুয়ো পরিচয় পত্র দেখিয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ যেমন গাইডলাইন দেবে তেমন কাজ করব।’
  • Link to this news (এই সময়)