উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু মনোনয়নের প্রাচারের ফাঁকে মাথানত করে প্রণাম সারলেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। পাল্টা হাত তুলে আর্শিবাদ করলেন তৃণমুলের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যন। খগেন মুর্মুর মনোনয়নের আগে এমনই ছবি ধরা পড়লো। লোকসভা ভোটের আগে যা নিয়ে শোরগোল পড়েছে জেলার রাজনীতিতে। তবে উবয়ই বিষয়টিকে ‘সৌজন্য’ বলে দাবি করেছেন।