Dilip Ghosh: চটে লাল দিলীপ! দলীয় কর্মীদের ভয়ঙ্কর তোপ, প্রচারে কী এমন হল?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ এপ্রিল ২০২৪
Dilip Ghosh Got Angry With BJP Workers:
রোজকার রুটিন মেনে শুক্রবারও সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। সকালে মোটের উপর খোশ মেজাজেই ছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কিন্তু এ দিন ছন্দপতন হল। রেগে গেলেন গেরুয়া দলের এই ‘ডাকাবুকো’ নেতা। তারপরই দলীয় কর্মীদের বিরুদ্ধে সোচ্চার হন তিনি!