ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়েছেন জয় শাহরা। দেশে ফেরার পর রঞ্জি ট্রফি খেলতে বলেছিলেন। নির্দেশ না মানার জের ছিল, বার্ষিক চুক্তি থেকে বাদ পড়ার শাস্তি। এতদিন চুপচাপ ছিলেন। এবার রঞ্জি ট্রফি বিতর্কে নীরবতা ভাঙলেন ঈশান কিষান। মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেটরক্ষক ব্যাটার বুঝিয়ে দিয়েছেন, পারফরম্যান্সই তাঁর একমাত্র পরিচয়।