• The path Ambedkar showed: হিন্দুধর্মের প্রতি বিদ্রোহ! কয়েক লক্ষ অনুগামীকে নিয়ে ধর্মান্তরিত হয়ে পথ দেখিয়েছিলেন আম্বেদকর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ এপ্রিল ২০২৪
  • Why lower castes embrace Buddhism:

    গুজরাট সরকার জানিয়েছে যে কোনও হিন্দু যদি বৌদ্ধ হতে চান, তবে ‘গুজরাট ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যাক্ট, ২০০৩ (GFRA)’ এর অধীনে জেলাশাসকের কাছ থেকে আগে অনুমতি নেওয়া প্রয়োজন। প্রতিবছর, এদেশে গুজরাট এবং অন্যান্য জায়গায় কয়েক হাজার দলিত, একত্রে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন। এই ব্যাপারে গুজরাট বৌদ্ধ একাডেমির সচিব রমেশ ব্যাংকার, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে ২০২৩ সালে গুজরাটে কমপক্ষে ২,০০০ জন, যাঁদের বেশিরভাগই দলিত, বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। স্বাধীন ভারতে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত সবচেয়ে বিখ্যাত দলিত হলেন ডক্টর বিআর আম্বেদকর। তিনি ১৯৫৬ সালে লক্ষাধিক অনুগামীকে নিয়ে বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন। যদিও নিম্নবর্ণের হিন্দুদের বৌদ্ধধর্মে ধর্মান্তরিত হওয়ার ইতিহাস নতুন নয়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)