• BSF: ইদ উপলক্ষে নৈকা বাইচ প্রতিযোগিতার আয়োজন
    আজকাল | ১৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আমেজে খুশিতে মেতে ওঠা। নজির হয়ে রইল সৌহার্দ্য এবং সদিচ্ছার। সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) হাকিমপুর-বিথারি পঞ্চায়েত, স্বরূপনগর, উত্তর ২৪ পরগণার গ্রামবাসীদের সঙ্গে একটি জমকালো নৈকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা করেছিল ইদ-উল-ফিতর উপলক্ষে। সোনাই নদীর তীরের এই অনুষ্ঠানের লক্ষ্য ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্ব গড়ে তোলা এবং সীমান্তের জনগণের মধ্যে গভীর আত্মীয়তার অনুভূতি জাগানো। ১১২ ব্যাটালিয়ন কুইক রেসপন্স টিম (কিউআরটি), মানব পাচারবিরোধী ইউনিট (এএইচটিইউ), এবং গোয়েন্দা বিভাগ এই অনুষ্ঠানের পরিকল্পনা করে। দক্ষিণবঙ্গ সীমান্তের স্থানীয় গ্রাম কমিটির জনসংযোগ কর্মকর্তাদের (পিআরও) সহযোগিতায় ২০ বছর পর পুনরায় হল এই নৌকা প্রতিযোগিতা। মোট চারটি দল নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রায় ১ লক্ষ দর্শক এই আয়োজনের সাক্ষী ছিলেন।এ কে আর্য, ডিআইজি, পাবলিক রিলেশন অফিসার, দক্ষিণবঙ্গ সীমান্ত জানিয়েছেন, যে ইদ-উল-ফিতর বোট রেস ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার স্থায়ী বন্ধনের প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে।
  • Link to this news (আজকাল)