Fire: মুড়াগাছায় সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক ঝুপড়ি দোকান...
আজকাল | ১৩ এপ্রিল ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড কল্যাণী এক্সপ্রেসওয়ের মুড়াগাছা এলাকায়। জানা গেছে কুণ্ডুবাড়ি মোড়ে একাধিক ঝুপড়ি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে। কুণ্ডুবাড়ি মোড়ে একটি ঝুপড়ি দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ শুরু হয়। মুহূর্তের কালো ধোঁয়ায় ঢেকে যায় সর্বত্র। স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে তিনটি ঝুপড়ি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছুক্ষণ কল্যাণী এক্সপ্রেসওয়েতে যানচলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে যান দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।