• Shahjahan Sheikh: ‌ইডির উপর হামলার ঘটনায় শাহজাহান নাকি অনুতপ্ত!‌
    আজকাল | ১৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সন্দেশখালি কাণ্ডে ধৃত শেখ শাহজাহান নাকি ক্ষমাপ্রার্থী। এমনটাই উঠে এসেছে ইডি তদন্তে। গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেদিন শাহজাহানের খোঁজ পাওয়া যায়নি। পরিবর্তে শাহজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডি। এই ঘটনার ৫৫ দিন পর গ্রেপ্তার হন শেখ শাহজাহান। ইডি সূত্রে খবর, শাহজাহান নাকি বলেছেন, তিনি মারধরের কোনও নির্দেশ দেননি। তিনি নাকি একথাও বলেছেন, হামলার পরিকল্পনা আগে থেকে করেননি। তবে ইডি সূত্রে খবর, গোটা ঘটনার দায় নিজের কাঁধে নাকি তুলে নিয়েছেন শাহজাহান। তাই তিনি ক্ষমাপ্রার্থী।এদিকে, শাহজাহানকে গ্রেপ্তারির পর প্রথমে তাঁকে হেফাজতে নিয়েছিল সিবিআই। গত ৩০ মার্চ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে ইডি। আপাতত ইডি হেফাজতে রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে একাধিকবার তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। 
  • Link to this news (আজকাল)