Hospitals In West Bengal: কেন্দ্রের সার্টিফিকেট বঙ্গের চার সরকারি হাসপাতালকে
এই সময় | ১৩ এপ্রিল ২০২৪
এই সময়: কেন্দ্রের শাসকদলের তরফে প্রায়ই অভিযোগ তোলা হয়, এ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে! অথচ বাস্তবে দেখা গেল, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকই রাজ্যের চারটি সরকারি হাসপাতালকে পরিচ্ছন্নতা ও গুণগত উৎকর্ষের নিরিখে শংসাপত্র দিলো। রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের অধীন ‘কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম’-এ সসম্মানে উত্তীর্ণ হয়ে সর্বভারতীয় স্তরে স্বীকৃতি পেল মাতৃ ও শিশু স্বাস্থ্যের পরিষেবা প্রদানকারী সাগর দত্ত হাসপাতালের দু’টি, কলকাতা মেডিক্যাল কলেজের পাঁচটি এবং রায়গঞ্জ জেলা হাসপাতাল ও আসানসোল জেলা হাসপাতালের তিনটি করে বিভাগ।
আগামী এক বছর দফায় দফায় তারা বিভাগ প্রতি ৯ লক্ষ টাকা করে পাবে। গত বছর সেপ্টেম্বর এবং এ বছর জানুয়ারি ও ফেব্রুয়ারির দু’দিন করে মোট আট দিনের পরিদর্শন ও মূল্যায়নের পরে ‘মুসকান’ ও ‘লক্ষ্য’ কর্মসূচিতে এই চারটি সরকারি হাসপাতালের এই সাফল্য পাওয়ার কথা জানানো হয়েছে কেন্দ্রের তরফে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দিয়ে সম্প্রতি এ খবর জানিয়েছেন কেন্দ্রের অতিরিক্ত স্বাস্থ্য সচিব তথা রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা এলএস চাংসান।রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে তিনি অভিনন্দনও জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, নানা মাপকাঠির বিচারে কেন্দ্রীয় ‘মুসকান’ ও ‘লক্ষ্য’ প্রকল্পের শিরোপা জিতে নিয়েছে এই চারটি হাসপাতাল। শিশুস্বাস্থ্যের ক্ষেত্রে মুসকান কর্মসূচিতে রায়গঞ্জ ও আসানসোল জেলার হাসপাতাল দু’টি শিশুরোগ বিভাগের ইন্ডোর, আউটডোর এবং সিক নিউবর্ন কেয়ার ইউনিট (এসএনসিইউ) যথাক্রমে ছ’টির মধ্যে পাঁচটি ও ছ’টির মধ্যে ছ’টি মাপকাঠিতেই উতরে গিয়ে যথাক্রমে ৯০ ও ৮৮ শতাংশ সাফল্য পেয়েছে।
এদিকে লক্ষ্য কর্মসূচির আওতায় সাগর দত্ত হাসপাতালের লেবার রুম ও মেটারনিটি ওটি যথাক্রমে ছ’টির মধ্যে ছ’টিই এবং ছ’টির মধ্যে পাঁচটি মাপকাঠি উতরে গিয়ে যথাক্রমে ৯১ ও ৯৫ শতাংশ সাফল্য পেয়েছে। আর কলকাতা মেডিক্যাল কলেজ সাফল্য পেয়েছে লক্ষ্য ও মুসকান, দু’টি কর্মসূচিতেই। লেবার রুম ও মেটারনিটি ওটি-র গুণমানের বিচারে মেডিক্যাল যথাক্রমে ছ’টির মধ্যে ছ’টিই এবং ছ’টির মধ্যে পাঁচটি মাপকাঠি উতরে যথাক্রমে৯২ ও ৯৪ শতাংশ সাফল্য পেয়েছে। শিশুরোগের আউটডোর, ইন্ডোর ও এসএনসিইউ বিভাগগুলি সবক’টি মাপকাঠি উতরে ৯৪ শতাংশ সাফল্য পেয়েছে।