বৃহস্পতিবারই আইপিএলে আরসিবির বিরুদ্ধে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। একইসঙ্গে যেন হারানো ফর্মও ফিরে পেয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি ম্যাচে ছয় বলে ২১ রান করে সাত উইকেটে দলের জয় নিশ্চিত করেছেন। এই ২১ রানের মধ্যে আবার ছক্কাও মেরেছেন। এর আগে রবিবারও (৭ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওয়াংখেড়েতে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।