• টিকিটের বিশাল লাইন, মহমেডানের শেষ ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে...
    আজকাল | ১৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার দুপুরে রেড রোডের দিকে গেলে অবাক হতেই হবে। মহমেডান স্পোর্টিং ক্লাবের চারপাশে লোকে লোকারণ্য। সাধারণত ইডেন ম্যাচের আগে এখান থেকেই টিকিট দেওয়া হয়। তাই ভুল হওয়াটা স্বাভাবিক। আপেক্ষিক দৃষ্টিতে মনে হবে, নববর্ষের দিন কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস‌ ম্যাচের টিকিটের জন্য ভিড়। কিন্তু ক্লাবের কাছে গিয়ে জানা গেল, অন্তত এই একটি ক্ষেত্রে ক্রিকেটকে টেক্কা দিয়েছে ফুটবল। টিকিটের লাইন কেকেআরের ম্যাচের জন্য নয়, মহমেডান স্পোর্টিংযের খেলা দেখার জন্য। ক্লাবের ভেতরে তো বটেই, বাইরেও লম্বা লাইন। তাই অনুমতি ছাড়া কাউকে ক্লাব প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হচ্ছে না। শিলং লাজংকে হারিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহমেডান।‌ এক প্রস্থ উৎসবও হয়ে গিয়েছে। তাসত্ত্বেও সাদা কালো শিবিরের শেষ ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। শনিবার সন্ধে ছ"টায় যুবভারতীতে দিল্লির বিরুদ্ধে নামবে আন্দ্রে চের্নিশভের‌ দল। শনিবার ম্যাচ শেষে ট্রফি তুলে দেওয়া হবে আই লিগ জয়ীদের হাতে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে, সদস্য-সমর্থকদের বিনামূল্যে টিকিট দিচ্ছেন কর্তারা। সেই টিকিট নিতেই শুক্রবার দুপুরে ক্লাবে ভিড় করেছিল মহমেডান সমর্থকরা। সাধারণত ডার্বি ছাড়া কলকাতায় অন্য কোনও ফুটবল ম্যাচকে কেন্দ্র করে টিকিটের এই চাহিদা সম্প্রতি চোখে পড়েনি। বাংলার আরও একটি ক্লাব আইএসএল খেলার ছাড়পত্র সংগ্রহ করায় আশা করা যাচ্ছে আরও বেশি ফুটবলপ্রেমী মাঠমুখী হবে। শুক্রবার দুপুরের ছবি তারই ইঙ্গিত। 
  • Link to this news (আজকাল)