• ভোট ‘লুট’ রুখতে যুবদের হাতে বুথের ভার বিজেপির
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘লুট’ রুখতে লোকসভা ভোটে বুথ পাহারায় এবার বিজেপির বাজি স্থানীয় যুবরাই। গেরুয়া শিবিরের অভিযোগ, বিগত পঞ্চায়েত, পুরসভা ও বিধানসভা ভোটে দেদার রিগিং করেছে তৃণমূল। সেই চুরি ঠেকাতে পদ্ম পার্টি এলাকার প্রশিক্ষিত যুবক-যুবতীদের হাতেই বুথের দায়িত্ব তুলে দিতে চলেছে। রাজ্য বিজেপির যুব মোর্চা গোটা বিষয়টি পরিচালনা করবে। সেই সূত্রে ৪২টি লোকসভার অন্তর্গত ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই আজ ররিবার থেকে শুরু হচ্ছে যুব সম্মেলন। ১৯ এপ্রিল গোটা দেশে শুরু হচ্ছে প্রথম দফার ভোট। বাংলায় ওইদিন কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং কেন্দ্রের জনতা হবু এমপি বাছতে ভোটকেন্দ্রে যাবেন। তার আগে আজ শনিবার থেকেই উত্তরবঙ্গের ওই ২১টি বিধানসভা কেন্দ্রে শুরু হবে যুব সম্মেলন। এই প্রসঙ্গে শুক্রবার বঙ্গ বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, তৃণমূল জমানায় সবচেয়ে বঞ্চিত হয়েছেন যুবক-যুবতীরা। চাকরি চুরি, মেধা বিক্রি, জাল সার্টিফিকেটসহ হাজারো প্রতারণার শিকার হয়েছে বাংলার তরুণ প্রজন্ম। তাদের সঙ্গে চরম অপরাধ করেছে এই সরকার। গণতান্ত্রিক উপায়ে তার যোগ্য জবাব দিতে ভোট বাক্সে তরুণ-তরুণীদেরই আক্রমণাত্মক ভূমিকা নিতে হবে।  ইন্দ্রনীলবাবু আরও বলেন, কয়েকমাস ধরে বিধানসভা কেন্দ্র ভিত্তিক যুব মোর্চার কর্মীদের বুথ ম্যানেজমেন্টের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিটি বুথের দায়িত্বে পাঁচজন করে স্থানীয় ছেলে-মেয়ে থাকবেন। ভোট চুরি দেখলেই আইন মেনে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবেন তাঁরা। 
  • Link to this news (বর্তমান)