• North Sikkim Tour: ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য বাম্পার খবর! দারুণ উদ্যোগে জমে ক্ষীর উত্তর সিকিম ভ্রমণ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ এপ্রিল ২০২৪
  • North Sikkim Tour:

    পড়শি রাজ্য সিকিমের (Sikkim) প্রতি ভ্রমণপ্রিয় বাঙালির টান বরাবরের। সিকিমের নানা প্রান্তের অনিন্দ্যসুন্দর পরিবেশ মুগ্ধ করে মন-প্রাণ। শুধু বাঙালিই নয়, গোটা দেশ এমনকী বিদেশ থেকেও পর্যটকদের (Tourists) ঢল নামে বাংলা ঘেঁষা এই পাহাড়ি রাজ্যে। বহু পর্যটকই উত্তর সিকিমের (North Sikkim Tou

    প্রতি বিশেষ একটা টান অনুভব করেন। সিকিমের এই উত্তর প্রান্তে বেড়ানোটা যতটা কঠিন ততটাই আনন্দায়কও বটে। এখানকার অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যের কথা লেখনির মাধ্যমে প্রকাশ করা বেশ কঠিন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)