• ‌প্রথম দফায় রাজ্যের তিন আসনের মধ্যে কোচবিহারকে বাড়তি গুরুত্ব দিচ্ছে কমিশন, কেন'‌ ...
    আজকাল | ১৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ প্রথম দফায় রাজ্যের তিন আসনে হবে ভোটগ্রহণ। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। এই তিন কেন্দ্রের মধ্যে নির্বাচন কমিশন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কোচবিহারকে। সূত্রের খবর, কোচবিহার থেকে কয়েকটি অশান্তির খবর আসছে। তাই বাড়তি গুরুত্ব। কমিশন সূত্রে খবর, তিনটি লোকসভা আসনের আইন–শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কোচবিহারে তারা যে বাড়তি নজরদারি চালাবে তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছে কমিশন। এদিকে, প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশও। প্রথম দফার তিনটি কেন্দ্রে ১০ হাজারের বেশি রাজ্য পুলিশ মোতায়েন করবে কমিশন। বিভিন্ন জেলা থেকে ভোটের অন্তত তিন দিন আগে পুলিশ পৌঁছে যাবে উত্তরবঙ্গের কেন্দ্রগুলিতে। এদিকে, দ্বিতীয় দফার আগেই রাজ্যে আরও ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। বর্তমানে বাংলায় ভোটের জন্য রয়েছে ১৭৭ কোম্পানি বাহিনী। দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৯৯ কোম্পানি। ২৬ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ।
  • Link to this news (আজকাল)