Lok Sabha Election 2024 Youngest Candidates: বছর পঁচিশেই দলের ভরসার পাত্র! হেভিওয়েটদের ধরাশায়ী করতে লোকসভার মাঠে এই কনিষ্ঠ প্রার্থীরা
এই সময় | ১৩ এপ্রিল ২০২৪
না তাঁরা কোনও দোর্দণ্ডপ্রতাপ রাজনীতির নন। দীর্ঘ বছর ধরে রাজনীতির আঙিনায় মাটি কামড়ে পড়ে থাকার সুযোগও এখনও পর্যন্ত মেলেনি, বর্ষীয়ান দুঁদে রাজনীতিকদের অভিজ্ঞতার তুলনায় তাঁদের অভিজ্ঞতার ভাণ্ডারও হালকা। তবুও তাদের উপর ভরসা করেছে দল। কথা হচ্ছে সাধারণ নির্বাচনের কনিষ্ঠ প্রার্থীদের নিয়ে। এককথায় রাজনীতির ময়দানে নবাগত বলা যেতে পারে তাঁদের।
লোকসভা ভোটে ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্রচার ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলের প্রার্থীরা। এই আবহে আলোচনা চলছে লোকসভা নির্বাচনে কনিষ্ঠ প্রার্থীদের নিয়ে। এত অল্প বয়সেই রাজনীতির ময়দানে পা রেখে কামাল দেখাতে পারেন কিনা সেটাই এখন প্রশ্ন।উত্তর প্রদেশের কৌশ্বাম্বী আসনের প্রার্থী পুষ্পেন্দ্র সরোজ ও বিহারের সমস্তিপুরের প্রার্থী শাম্ভবী চৌধুরী। কথা হবে তাঁদের নিয়েই। কী ভাবে রাজনীতির আঙিনায় পা বাড়ালেন তাঁরা?
উত্তর প্রদেশের কৌশাম্বী আসনে সমাজবাদী দলের হয়ে টিকিট পেয়েছেন পুষ্পেন্দ্র সরোজ। অন্যদিকে বিহারের সমস্তিপুর আসন থেকে জনশক্তি পার্টির (রাম বিলাস) হয়ে লড়ছেন শাম্ভবী চৌধুরী। দু'জনের উচ্চশিক্ষিত। রাজনীতির রক্ত বইছে শরীরে। রাচনৈতিক পরিসরেই বেড়ে ওঠা। আর সেই সূত্র ধরেই এবার লোকসভা ভোটে তাঁদের দু'জনকে টিকিট দেওয়া হয়েছে বলে খবর।
শাম্ভবীর পরিবারের অনেকেই প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত। একাধিক প্রাক্তন পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগা রয়েছে তাঁর। শাম্ভবী চৌধুরীর বাবা অশোক চৌধুরী মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘনিষ্ঠ বলে পরিচিত। অন্যদিকে শাম্ভবী কুণাল কিশোর একজন প্রাক্তন পুলিশ অফিসার। সামস্তিপুর থেকে প্রার্থী হয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করেছেন শাম্ভবী চৌধুরী। দিল্লির লেডি শ্রী রাম কলেজ এবং দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়াশোনা করেছেন শাম্ভবী। সমাজবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়ও দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত তিনি। শাম্ভবীর স্বামীর নাম সায়ন কুণাল। ২০২২ সালে শাম্ভবী-সায়নের বিয়ে হয়।
অন্যদিকে কনিষ্ঠ প্রার্থীদের অন্যতম পুষ্পেন্দ্র রাজ। দিন পয়তাল্লিশ আগেই পা রেখেছেন ২৫-এ। রাজনীতিবিদদের একাংশের মতে, কৌশাম্বী থেকে সমাজবাদী পার্টির হয়ে টিকিক পাওয়াই তাঁর কাছে জন্মদিনের সেরা উপহার। রাজনৈতিক পরিবারের সন্তান পুষ্পেন্দ্রো। পুষ্পেন্দ্র সরোজের বাবা ইন্দ্রজিৎ সরোজ পাঁচ বারের বিধায়ক। রাজনীতির ময়দানে প্রভাবশালী বলেই পরিচিত তাঁর পরিবার। দেরাদুনের নামকরা বোর্ডিং কলেজ থেকে পাশ করার পর লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে বিএসসি অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট করেছেন পুষ্পেন্দ্র।