• Lok Sabha Election 2024: ভোটে হারলেই সায়নী BJP-তে? বিস্ফোরক দাবি যাদবপুরের বাম প্রার্থী সৃজনের!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ এপ্রিল ২০২৪
  • Srijan Bhattacharyya-Sayani Ghosh:

    জমে উঠেছে লোকসভা ভোটের (Lok Sabha Polls 2024) লড়াই। রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলছেন শাসক-বিরোধী প্রার্থীরা। এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) শাসকদল তৃণমূলকে জোর ধাক্কা দিতে মুখিয়ে বিরোধী BJP থেকে শুরু করে বাম-কংগ্রেস। অন্যদিকে, বিরোধীদের ধাক্কা সামলে বাংলার রাশ নিজেদের হাতে রাখতেই আত্মবিশ্বাসী জোড়াফুলও। ফি দিন নির্বাচনী প্রচারে বেরিয়ে শাসক-বিরোধী প্রার্থীরা একে অপরের প্রতি টিপ্পনি-কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন। এবার যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে (Sayani Ghosh) নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন প্রতিপক্ষ CPM প্রার্থী সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharyya)।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)