• Sundarbans: ঝোপের আড়ালে লুকিয়েছিল দৈত্যাকার বাঘ! মধুর চাকে হাত দিতেই এক লাফে মাথায় কামড়! তারপর?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ এপ্রিল ২০২৪
  • Sundarbans:

    সুন্দরবনে (Sundarban) ফের বাঘের হামলা। এবার গভীর জঙ্গলে মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলার (Tiger Attack) মুখে পড়লেন এক ব্যক্তি। সঙ্গীদের নিয়ে শনিবার সকালে সুন্দরবনের জঙ্গলে মধুর চাক ভাঙতে গিয়েছিলেন ওই ব্যক্তি। ঘন জঙ্গলে সেখানেই গা ঢাকা দিয়েছিল প্রকাণ্ড বাঘ। মধুর চাক সরাতেই মৌলিদের (মধু সংগ্রাহক) উপর আক্রমণ করে রয়্যাল বেঙ্গল টাইগার।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)