Bengaluru Cafe Blast: কলকাতার কোথায়-কোথায় ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা? প্রকাশ্যে সেই সব এলাকার নাম
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ এপ্রিল ২০২৪
Bengaluru Cafe Blast:
গ্রেফতারের আগে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তের কমপক্ষে ৮টি হোটেলে গা ঢাকা দিয়েছিল বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণে (Bengaluru Cafe Blast) অভিযুক্ত দুই IS জঙ্গি। গোয়েন্দারা জানতে পেরেছেন, একটানা ১৮ দিন কলকাতার বিভিন্ন হোটেলে নাম ভাঁড়িয়ে ভুয়ো আধার (AADHAR) কার্ড জমা দিয়ে থেকেছিল তারা। এরপর তারা পূর্ব মেদিনীপুরের দিকে চলে যায়। শেষমেশ গত পরশু গভীর রাতে নিউ দিঘার (New Digha) একটি হোটেল থেকে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে দুই চক্রী IS জঙ্গি আবদুল মতিন আহমেদ ত্বহা এবং মুসাভির হোসেন শাজিবকে গ্রেফতার করেছে NIA।