• Sydney Knife Attack: শপিং মলে তাণ্ডব উন্মত্ত আততায়ীর, ৫ জনকে কুপিয়ে খুন, শেষে পুলিশের গুলিতে নিকেশ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ এপ্রিল ২০২৪
  • Sydney Mall Stabbing:

    অস্ট্রেলিয়ার সিডনিতে নৃশংস কাণ্ড। এক উন্মত্ত আততায়ী পাঁচজনকে ছুরিকাঘাত করল। তার পর সিডনির শপিং মলে হট্টগোল শুরু হয়। পুলিশ হামলাকারীকে গুলি করে মেরেছে বলে জানা গিয়েছে। সিডনির ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়ায়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)