KKR vs LSG Playing 11, Live streaming: না চাইলেও খেলাতে হচ্ছে এই তারকাকে, লখনৌ ম্যাচে নাইটদের প্ৰথম ১১-য় এই বদলের জোরালো সম্ভবনা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ এপ্রিল ২০২৪
IPL 2024 Match 10, Kolkata Knight Riders vs Lucknow super giants Playing XI live streaming details:
আইপিএলে কেকেআর নিজেদের প্ৰথম হার হজম করেছে চেন্নাইয়ের বিপক্ষে। টানা তিন ম্যাচ অপরাজিত ছিল নাইট বাহিনী। তবে চিপকে গিয়ে জয়ের হ্যাটট্রিক ধাক্কা খেয়েছে। এবার রবিবার কেকেআর লিগে নিজেদের পঞ্চম ম্যাচে নামছে। প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস।