Hardik Pandya injury: টি২০ বিশ্বকাপ খেলতে নিজের এই জিনিস লুকোচ্ছেন হার্দিক! তারকার মুখোশ খুলে বিস্ফোরণ এবার বিদেশির
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ এপ্রিল ২০২৪
Hardik Pandya controversy:
মরসুমের শুরু থেকেই একাধিক কারণে আলোচনার শিরোনামে হার্দিক পান্ডিয়া। কখনও নেতৃত্বের ব্যাটন নিয়ে মাঠে নেমে কটূক্তি হোক, কখনও আবার মুম্বইয়ের পরাজয়ের পিছনে তাঁর বিশ্রী ট্যাকটিক্স-এর আলোচনায়- হার্দিক পান্ডিয়া বারবার শিরোনামে উঠে এসেছেন। এবার নতুন কারণে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্স-এর জার্সিতে ধারাবাহিকভাবে বোলিং করছেন না। তাঁর চোট নিয়ে জোরালো সংশয়ের কথা তুলে ধরলেন এবার সাইমন ডুল।