• Joe Biden: ‘‌ইজরায়েলে হামলা নয়’‌, ইরানকে সতর্ক করলেন বাইডেন
    আজকাল | ১৩ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ইজরায়েলের বুকে হামলার আশঙ্কা নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, যেকোনও রকমের হামলা ঘটলে বিশ্বের এই একমাত্র ইহুদি রাষ্ট্রটির পাশে থাকবে আমেরিকা। শুক্রবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‌ইজরায়েলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই রাষ্ট্রটির প্রতি সবসময় আমাদের সমর্থন থাকবে। ইজরায়েলকে রক্ষা করতে অবশ্যই সহযোগিতা করব এবং ইরান কখনও সফল হতে পারবে না। ইজরায়েলে কোনও হামলা নয়– ইরানের উদ্দেশে আমার বার্তা এটুকুই।’‌ প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ার ইরানি কনস্যুলেটে এক বোমা হামলায় ১৩ জন মারা যান। মৃতদের মধ্যে ছিলেন দু’‌জন ইরানি সেনাকর্তাও। যদিও ইজরায়েল এই হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে ইরান এই হামলার বদলা নেওয়ার কথা জানিয়ে দিয়েছে। প্রসঙ্গত, ইরানের দূতাবাসে হামলা হওয়ার পর থেকেই ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছিল।
  • Link to this news (আজকাল)