• Fire: দমদমের ‌ছাতাকলে ঝুপড়িতে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল
    আজকাল | ১৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দমদমের ছাতাকলে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে দমদমের ছাতাকলে সুধীর শূর কলেজের পিছনের এক বসতিতে আগুন লাগে। প্রথমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তার জেরেই অগ্নিকাণ্ডের ঘটনা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এদিকে, স্থানীয়দের দাবি অগ্নিকাণ্ডে অন্তত ১৩০টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকল দেরিতে আসার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। জানা গেছে আগুন লাগার পর বসতির পাশে থাকা খাল থেকে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের মতে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ড। এখনও পর্যন্ত হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনাস্থলে যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হবে বলে জানিয়েছে দমকল। ঘটনাস্থলে যান দমদম লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী তৃণমূলের সৌগত রায় ও সিপিএমের সুজন চক্রবর্তী। 
  • Link to this news (আজকাল)