• ‌‌৩৫০ কোটি টাকা দুবাইয়ে পাচার, রেশন দুর্নীতি মামলার চার্জশিটে দাবি ইডি’‌র...
    আজকাল | ১৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রেশন দুর্নীতি মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে ইডি’‌র দাবি, গত ২০১৪–১৫ সাল থেকে মোট ৩৫০ কোটি টাকা দুবাই পাঠানো হয়েছে। বাংলাদেশ হয়ে হাওয়ালার মাধ্যমে এই বিপুল টাকা পাচার হয়েছে বলে অভিযোগ। মার্চে রেশন দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিয়েছিল ইডি। তাতে নাম ছিল বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যর। শুক্রবার তৃতীয় অতিরিক্ত চার্জশিট জমা দিল ইডি। ওই চার্জশিটে ইডির দাবি, ২০১৪-১৫ সাল থেকে এখনও পর্যন্ত ৩৫০ কোটি টাকা দুবাইতে পাঠানো হয়েছে। ওই চার্জশিটে নাম রয়েছে ব্যবসায়ী বিশ্বজিৎ দাসেরও। তাঁর বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার বিরুদ্ধেও অতিরিক্ত চার্জশিট জমা দিল ইডি। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য রেশন দুর্নীতিতে জেলবন্দি। তাঁর কর্মচারী ছিলেন বিশ্বজিৎ। এদিকে, বিশ্বজিতের আইনজীবী ইডির অভিযোগ অস্বীকার করে বলেন, রিজার্ভ ব্যাঙ্কের নিয়মানুযায়ী আমদানি–রপ্তানি ব্যবসায় এই টাকা বাংলাদেশ হয়ে দুবাইতে যায়। তাঁর মক্কেল কোনও বেআইনি কাজ করেননি। 
  • Link to this news (আজকাল)