• ‌পয়লা বৈশাখে দক্ষিণে বাড়বে গরম, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ...
    আজকাল | ১৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রাত পোহালেই পয়লা বৈশাখ। কেমন থাকবে আবহাওয়া?‌ হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়বে তাপমাত্রার পারদ। রবিবার পয়লা বৈশাখেও বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোমবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তবে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুই ২৪ পরগনা, মেদিনীপুর, নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার থেকে আবার দক্ষিণবঙ্গে পুরোপুরি শুকনো আবহাওয়া। পয়লা বৈশাখ থেকে পশ্চিমের জেলাগুলিতে বাড়বে গরম হাওয়ার পরিমাণ। ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরের একাধিক জেলায়। সঙ্গে বইতে পারে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। আগামী চারদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ২–৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। 
  • Link to this news (আজকাল)