• জীবন গেলেও রাজ্যে নাগরিকত্ব আইন এবং এনআরসি চালু হতে দেব না: মমতা
    দৈনিক স্টেটসম্যান | ১৩ এপ্রিল ২০২৪
  • সুভাষ মন্ডল, কোচবিহার- বিজেপি একটি গুন্ডাকে প্রার্থী করেছে৷ একটা দানব দসু্য কেন্দ্রের হোম মিনিস্টার৷ এখানকার বিজেপি প্রার্থী গরু পাচার, ড্রাগ পাচার, টাকা তছরুপের সাথে যুক্ত৷ অথচ তার নামে নাকি কোন কেস নেই৷ তিনি কচিকাঁচা হোম মিনিস্টার বলেই কি সাত খুন মাপ৷ দিনহাটার মাটিতে দাঁডি়য়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজেপি দলের প্রার্থী নিশীথ প্রামাণিককে কটাক্ষ করলেন৷ বিজেপি দলের প্রার্থীকে চোর, গুন্ডা, ডাকাত উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, তাদের দল তৃণমূল কংগ্রেস একজন ভদ্রলোককে প্রার্থী করেছে৷ দুপুর সাডে় বারোটা নাগাদ হেলিকপ্টার থেকে নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকে সোজা নির্বাচনী প্রচারের মঞ্চে৷ দীর্ঘ যাত্রাপথের ধকল সামলে মুখ্যমন্ত্রী বক্তব্যের শুরুতেই সংখ্যালঘুদের প্রতি ঈদ মোবারক জানান৷ এরপরই তাঁর বক্তব্যের পারদ চড়তে থাকে৷ মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি দেশকে জেল বানিয়ে দিয়েছে৷ তারা ভোটে জিতে এলে বিজেপিকে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেবেন৷ বিজেপি হলো মাফিয়াদের সর্দার৷
    শুক্রবার দিনহাটার সংহতি ময়দানে তৃণমূল কংগ্রেসের ডাকা নির্বাচনী সভায় ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, আব্দুল জলিল আহমেদ, দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দিনহাটা ২ নং ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দলের দিনহাটা ২ নং ব্লক চেয়ারম্যান বিষ্ণু কুমার সরকার প্রমূখ৷
    ভিডে় ঠাসা এ দিনের এই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গরিব লোকদের জন্য কাজ করতে গেলে যদি আমার বিরুদ্ধে মামলা হয় তাতে আমি ভয় পাই না৷ আমি গর্ববোধ করি৷ আমি গর্বিত হই মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়ে৷ প্রসঙ্গত তিনি বলেন, জলপাইগুডি়, ময়নাগুডি়তে ঝডে় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে দেয় না৷ তারা বলেছেন, মানবতার কথা মাথায় রেখে গরিবের জন্য ঘর বানানোর অনুমতি দিন৷ বিজেপি উত্তরবঙ্গের জন্য কিছু করেনা৷ ভোটের পর ওদের দেখাও যায় না৷ বিজেপি একটা অত্যাচারী দল৷ তিনি ঠান্ডা মাথায় ভোট করার জন্য দলীয় নেতা, কর্মীদের সতর্ক করেন৷ বিজেপির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি নেতারা ধরেই নিয়েছেন তারা জিতে গেছেন৷ ওরা বড় বড় কথা বলে৷ সি এ এ প্রসঙ্গ বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জীবন দেবো তবু এ রাজ্যে নাগরিকত্ব আইন কিংবা এনআরসি চালু করতে দেব না৷ অভিন্ন দেওয়ানী বিধি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী৷ বিজেপি দলের প্রতি হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কারো গায়ে হাত তুললে তিনি বুঝে নেবেন৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, মোদি আত্মপ্রচার ভালোবাসেন৷ তার সিনেমায় নামা উচিত৷ সত্যিকারের সিনেমা করুন, তারা খুশি হবেন৷ এই টাকা নিয়ে নরেন্দ্র মোদী যেন সিনেমা দেখেন কিংবা কিছু খেয়ে নেন৷ ওরা এ রাজ্যের পাওনা ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা দেয়নি৷ ১০০ দিনের টাকা দেয়নি৷ কেন্দ্র না দিলেও রাজ্যের সরকার গরিব মানুষের স্বার্থে কর্মশ্রী প্রকল্প চালু করেছে৷ এই প্রকল্পে ৫০ দিন থেকে ৬০ দিনের কাজ পাওয়া যাবে৷ এই রাজ্যের মেয়েরা বিশ্ব জয় করেছে৷ তিনি গর্বিত কন্যাশ্রী প্রকল্প নিয়ে৷ তৃণমূল কংগ্রেস দলকে ওরা চোর বলে৷ অথচ ওরা ডাকাত গুন্ডা৷ ওরা মানুষের প্রতি অত্যাচার করে৷ ওরা নির্লজ্জ, বেহায়া বলেও কটাক্ষ করতে ছাডে়ননি মুখ্যমন্ত্রী৷
    এবারের নির্বাচনে বিজেপি ৪০০ আসনের কথা বললেও তিনি বলেন, আগে ওরা ২০০ পার করে দেখা৷ নির্বাচনের কাজে ওরা কমিশনকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী৷ ভয় পেয়ে নানা এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি৷ প্রসঙ্গত তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার জন্য সতর্ক করেন৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)