শনিবার সন্ধ্যার পর থেকেই ফের হাওয়া বদল। আগামী কয়েকঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামার পূর্বাভাস দিয়েছে IMD। লেটেস্ট ওয়েদার আপডেট বলছে, শনিবার রাতে বৃষ্টি নামবে দিল্লি-NCR এলাকায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া আর মুহূর্মুহু বজ্রপাত।
কয়েকঘণ্টার মঝ্যেই ঝেঁপে বৃষ্টিমৌসম ভবনের পূর্বাভাস বলছে, রাজধানী শহরের একাধিক এলাকা বৃষ্টিতে ভজিবে শনিবার রাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আগামী দু'ঘণ্টার মধ্যেই। বৃষ্টি হবে বাহাদুরগড়, নয়ডা, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম এবং মানেসরে।IMD-র পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে করা পোস্টে লেখা হয়েছে, দিল্লি-NCR সংলগ্ন বাহাদুরগড়, নয়ডা, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম, মানেসর এবং মাহেমে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি চলবে। বইবে ঝোড়ো হাওয়াও।
দিল্লির পাশাপাশি হরিয়ানার সোনিপত, রোহতক, খারখোদা, ভিওয়ানি, চারখি দাদরি, মাত্তানহেল, ঝাঝর, ফারুকনগর, কোসালিস মহেন্দ্রগড়, রেওয়ারি এবং রাজস্থানের ভিওয়ারিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে শনিবার রাত থেকে।
ইতিমধ্যেই দিল্লি সহ উত্তর ভারতের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। জ্বালাপোড়া গরম থেকে যা খানিকটা হলেও স্বস্তি দিচ্ছে শহরবাসীকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেও জানিয়েছে মৌসম ভবন। ইন্ডিয়া গেট এবং কর্তব্য পথে বৃষ্টিপাতের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে।
নববর্ষেও চলবে বৃষ্টি?রাত পোহালেই নববর্ষ। নতুন ধান ঘরে তোলার পালা। বাংলায় যখন নববর্ষ পালিত হবে, তখন এই পরব দেশের এক একটি অংশে এক এক নামে পালিত হয়। নয়া দিল্লির আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, রবিবার অর্থাৎ নববর্ষের সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে রবিবার।
সোমবার কেমন থাকবে আবহাওয়া?সোমবার, ১৫ এপ্রিল আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দিল্লিতে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হবে সকাল থেকেই। তবে সন্ধ্যাপ পর ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে রাজধানীতে।
আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেরে শনিবার বিকেলের পর থেকেই দিল্লি বিমানবন্দরে উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি বিমান উড়তে বিলম্ব হয়েছে। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। জানা গিয়েছে, দিল্লি বিমানবন্দর থেকে মোট ১৭টি উড়ানের রুট বদল করা হয়েছে। দিল্লির পাশাপাশি এদিন বিকেলের পর থেকে রাজস্থান, হরিয়ানাতেও বজ্রপাত সহ ঝড়বৃষ্টি চলছে।