• Bournvita: বোর্নভিটা অস্বাস্থ্যকর? 'হেলথ ড্রিংস' ক্য়াটাগরি থেকে বাদ দেওয়ার নির্দেশ কেন্দ্রের
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৪
  • হেলথ ড্রিংস নিয়ে বড় নির্দেশিকা সরকারের। এক নির্দেশিকায় সব ই-কর্মাস সাইটকে বোর্নভিটাকে 'হেলথ ড্রিংস' ক্যাটাগরি থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিল কেন্দ্র। সংস্থাগুলির সাইটে যাতে কোনও ভাবেই বোর্নভিটাকে স্বাস্থ্যকর পানীয়ের তালিকায় না রাখা হয় সেই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে।কেন এমন পদক্ষেপ কেন্দ্রের?

    বোর্নভিটায় মাত্রাতিরিক্ত চিনি নিয়ে বেশ কিছু অভিযোগ দেখা গিয়েছিল। এরপর 'ন্য়াশনাল কমিশন অফ প্রোটেকশন ফর চাইল্ড রাইটস'-এর তরফে তদন্ত করা হয়। সেই তদন্তেই উঠে আসে বোর্নভিটার মাত্রাতিরিক্ত চিনি মেশানো হয়েছে। অর্থাৎ এতে চিনির মাত্রা নির্দিষ্ট মাপদণ্ডের গ্রহণযোগ্য স্তরের চেয়ে বেশি। এই কারণেই এমন পদক্ষেপ নিল কেন্দ্র।

    মন্ত্রকের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারণ হল গ্রাহক যে খাদ্যদ্রব্য কিনছে তার সম্পর্কে সঠিক তথ্য সরবরাহের প্রয়োজন রয়েছে। আর তাই সঠিক তথ্য উল্লেখ করেই তা বিক্রি করতে হবে ই-কর্মাস সাইটগুলিকে। অন্য়থায় ক্রেতার কাছে ভুল তথ্য দিয়ে খাদ্যদ্রব্য বিক্রি করা তাদের সঙ্গে প্রতারণার সামিল। এতে তারা বিভ্রান্ত হন। ভুল তথ্য দিয়ে খাদ্যদ্রব্য বিক্রি করেলে আইন অনুযায়ী ব্য়বস্থা নেবে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক।

    শুধুমাত্র বোর্নভিটাই নয়। বোর্নভিটায় ছাড়াও একাধিক পানীয় ও হেলথ ড্রিংকের তকমায় রাখা যাবে না বলে কেন্দ্র জানিয়ে দিয়েছে। এই বিষয়ে বিবৃতি জারি করে ই-কর্মাস সংস্থাগুলিতে তারা অবহিত করেছে।

    কেন্দ্রের তরফে জানানো হয়েছে, 'শিশু অধিকার সুরক্ষা কমিশন (NCPCR) আইন, ২০০৫-এর ধারা (৩)-এর অধীনে গঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা CPCR আইন ২০০৫-এর ধারা ১৪-এর অধীনে তদন্তের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথাকথিত হেলথ ড্রিংকসগুলি ২০০৬ সালে তৈরি হওয়া এফএসএস আইনের অন্তর্গত নিয়ম ও নীতি না মেনেই তৈরি করা হচ্ছে। এর রিপোর্ট প্রকাশ করা হয়েছে FSSAI বা ফেসাই বা মোনডে ইন্ডিয়া ফুড প্রাইভেট লিমিটেড-এর তরফে।

    বিষয়টি সূত্রপাত ২ এপ্রিল। তখন FSSAI-এর তরফে সমস্ত ই-কমার্স সংস্থাগুলিতে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের সাইটগুলির মাধ্যমে যে খাদ্যদ্রব্যগুলি বিক্রি করা হচ্ছে তার গুণগত মান যেন পরীক্ষার পরই বিক্রি হয়। সহজ কথায় বলতে গেলে ওয়েবসাইটগুলিতে যা দাবি করা হয়েছে আদৌ খাদ্যদ্রব্যগুলিতে সেই গুণগতমান বজায় রাখা হচ্ছে না তা পরীক্ষা করতে হবে।

    তবে FSSAI-এর তরফে পরীক্ষা করে দেখা যায়, ই-কর্মাস ওয়েবসাইটগুলিতে ডেয়ারিতে তৈরি মিক্সিং করা খাদ্যদ্রব্য, সেরিল বেসড বেভারেজ মিক্স ও মল্ট বেসড বেভারেজগুলি স্বাস্থ্য় সংক্রান্ত খাদ্যদ্রব্য হিসেবে বিক্রি করা হচ্চে তা সাধারণ হেলথ ড্রিঙ্ক বা এনার্জি ড্রিংক জাতীয় পানীয়। এরপর পরিষ্কার করে দেওয়া হয় এই ধরনের পণ্যগুলি কোনও ভাবে FSSAI অ্যাক্ট ২০০৬ সালে নিয়ম ও নীতি মেনে তৈরি করা হয়নি।

    FSSAI-এর তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সব ই-কর্মাস সংস্থাগুলিতে নিজেদের পণ্য়ের বিষয়ে সঠিক তথ্য উল্লেখ করে বিক্রি করতে হবে খাদ্যদ্রব্য। অথবা এই ধরনের ড্রিংক ও খাদ্যগুলিকে নিজেদের ওয়েবসাইটের হেলথ ড্রিঙ্ক বা এনার্জি ড্রিংক ক্যাটেগরি থেকে সরিয়ে নিতে হবে। আইন অনুযায়ী সঠিক তথ্য় দিয়ে বিক্রি করতে হবে সঠিক পণ্য।
  • Link to this news (এই সময়)