• Mamata Banerjee : এবারের লোকসভায় 'কি ফ্যাক্টর' মমতা! মন্তব্য পি চিদম্বরমের
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচনে BJP-কে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে, গেরুয়া শিবির বাংলায় আসন বাড়বে বলে দাবি করছে, অন্যদিকে, ৪২ আসনেই জোড়াফুল প্রার্থীদের জয় নিয়ে আশাবাদী তৃণমূল সুপ্রিমো। তিনিই হতে চলেছেন এবারের কি ফ্যাক্টর? এমনটা মনে করছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।মমতাই 'কি ফ্যাক্টর'সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে পি চিদম্বরম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে 'প্রধান খেলোয়াড়' বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'বাংলায় তৃণমূলের ভালো ফল হবে। আর সেই কারণেই ইন্ডিয়া জোট আরও মজবুত হবে।' তিনিই কি তবে এবারের লোকসভার কি ফ্যাক্টর? জবাবে পি চিদম্বরম বলেন, 'আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। নিঃসন্দেহে তিনি এই নির্বাচেন একটি কি ফ্যাক্টর।'

    আম আদমি পার্টির সদ্য জেল থেকে মুক্তিপ্রাপ্ত সাংসদ সঞ্জয় সিংও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি তিহাড় থেকে বেরিয়েই বলেন, 'BJP-র বিরুদ্ধে লড়াই করতে ভয়ডরহীন লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতীশ কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। নীতীশজি BJP-র কাছে মাতা নত করেছেন। মমতাজি BJP-র বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। বাংলার ফল খুব ভালো হবে। আর সেই ফলাফলের জন্য ইন্ডিয়া জোট উপকৃত হবে।'

    উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৪২টি আসনেই লড়াই করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। ইন্ডিয়া জোটের অংশ হলেও বাংলায় তৃণমূল প্রতিটা আসনেই আলাদা প্রার্থী দিয়েছে।

    ইন্ডিয়া জোট নিয়ে আশাবাদী চিদম্বরমআমি বাকি সব রাজ্যের কথা বলতে পারব না। তবে আমার বিশ্বাস এবং ভবিষ্যদ্বাণী, ইন্ডিয়া জজোট তামিলনাড়ুতে ভালো ফল করবে। কেরালায় LDF এবং UDF ২০টি আসনে ভাগাভাগি করে জয় পাবে। BJP একটিও আসন পাবে না সেখানে। কর্নাটক এবং তেলঙ্গানায় কংগ্রেস জনপ্রিয়। ফলে সেখানে দল ২০১৯ সালের তুলনায় ভালো ফল করবে।'

    কংগ্রেসের ফল কেমন হবে?প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, 'কংগ্রেস ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৫২টি আসন পেয়েছিল। এবার তাদের ফল অনেক ভালো হবে। হরিয়ানা, উত্তর প্রগেশ, বিহার, ঝাড়খণ্ড এবং দিল্লিতে ইন্ডিয়া জোট ভালো ফল করবে। নরেন্দ্র মোদী লাগাতার বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন। গোটা বিরোধী ব্লককে তিনি হিন্দু বিদ্বেষী প্রমাণ করতে চাইছেন। এটা BJP-র রণনীতি। মোটেই হিন্দু ধর্ম বিপন্ন নয়।'
  • Link to this news (এই সময়)