কোচবিহারে জনসভা করতে গিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে টার্গেট করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের একাধিক সভা থেকেই নিশীথ নিশানায় ছিল তৃণমূল সুপ্রিমোর। ভোটের দিন গোলমাল পাকানোর আশঙ্কার কথা গতকালই সভা করে জানিয়ে এসেছেন তিনি। একদিন বাদেই, কোচবিহার কেন্দ্রে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও তাঁর নিশানায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ডেপুটি।তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়াকে সঙ্গে বিরাট রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রোড শো শেষে বক্তৃতা রাখতে গিয়ে নিশীথ প্রামাণিক নিয়ে কড়া সমালোচনা শোনা যায় নিশীথ প্রামাণিকের মুখে। তিনি বলেন, ‘এখানে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আদালত ছয় মাস আগে গ্রেফতারির সমন পাঠিয়েছিল, তাঁকে আদালতে গিয়ে জামিন নিয়ে হয়েছে। তাঁকে আবার বিজেপি প্রার্থী করেছে।’
'কলঙ্কিত অধ্যায় হয়ে থেকে যাবে' দিল্লির ঘটনার তীব্র নিন্দা অভিষেকের
দিনহাটা, শীতলকুচিতে বিএসএফের অতিসক্রিয়তা নিয়েও সমালোচনা যায় অভিষেকের মুখে। তিনি প্রশ্ন তোলেন, এখানে একাধিক জায়গায় রাজবংশী মানুষের উপর অত্যাচার হয়েছে। মনে করিয়ে দেন, শীতলকুচিতে গত বিধানসভা নির্বাচনের সময় আধা সেবার গুলিতে পাঁচজন মানুষের মৃত্যুর কথা। অভিষেক বলেন, ‘তিনি তো স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী ছিলেন। তাঁর দফতরের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন অমিত শাহ। তাঁকে একটা চিঠি দিয়ে বলেছেন, এখানে রাজবংশী মানুষের উপর অত্যাচার হচ্ছে।’
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘নরেন্দ্র মোদী বলছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। তাহলে আদালত যাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, তাঁকে প্রার্থী করল কী করে? আপনারাই তো কথায়, কথায় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখান। তাহলে নিশীথ প্রামাণিক প্রার্থী হল কী করে?’ গতকালই একটি সভা থেকে কোচবিহারের বিজেপি প্রার্থীর কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বলতে শোনা যায়, ‘একটা নেতা ১০টা পুলিশের গাড়ি নিয়ে, ২০টা গুন্ডা নিয়ে মোটরবাইক নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। অথচ প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে!’ বিষয়টি বলতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে সাবধান করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের সময় কোনও গন্ডগোল পাকানোর চেষ্টা হলে মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দেন দলের বিধায়ককে। এদিনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিজেপি প্রার্থীকে সমোচ্চসারিত শব্দে আক্রমণ করেন বিজেপি প্রার্থীকে। তুলে ধরেন কেন্দ্রীয় বঞ্চনার কথাও। উল্লেখ্য, নিশীথ প্রামাণিক গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যান। তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ থাকার কারণে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস।