BJP Candidate S S Aluwalia Is Uncomfortable In Campaigning:
একে তো দেরিতে তাঁকে প্রার্থী করা হয়েছে। তারপর উপর তাঁকে নিয়ে নাকি দলের অভ্যন্তরেই চরম গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এসবের পরও যখন প্রচারে বেরলেন আসানসোলের বিজেপি প্রার্থী, তখনও দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়ে চরম বিড়ম্বনায় বর্ষীয়ান বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া। বিক্ষোভের কারণও মারাত্মক!