• Lok Sabha Election 2024: দলীয় বিধায়কের ছেলেই ‘গরু পাচারকারী’! পদ্ম প্রার্থীকে সামনে পেয়েই ক্ষোভ উগরালেন বিজেপি কর্মীরা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ এপ্রিল ২০২৪
  • BJP Candidate S S Aluwalia Is Uncomfortable In Campaigning:

    একে তো দেরিতে তাঁকে প্রার্থী করা হয়েছে। তারপর উপর তাঁকে নিয়ে নাকি দলের অভ্যন্তরেই চরম গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এসবের পরও যখন প্রচারে বেরলেন আসানসোলের বিজেপি প্রার্থী, তখনও দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়ে চরম বিড়ম্বনায় বর্ষীয়ান বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া। বিক্ষোভের কারণও মারাত্মক!
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)