Summer Special Train: এই গরমে পাহাড়ে যাবেন? চাই নিশ্চিৎ টিকিট? সুখবর দিল পূর্ব রেল
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ এপ্রিল ২০২৪
Eastern Rail’s Summer Special Train:
সবে গরম পড়েছে। শুরু থেকেই নাজেহাল অবস্থা। ভাবছেন গ্রীষ্মের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন? মনটাকে টানছে পাহাড়? কিন্তু ট্রেনের নিশ্চিত টিকিট পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা? মনে করছেন তো দার্জিলিং যাওয়ার যা হিড়িক তাতে আগে থেকেই ট্রেনের সব টিকিট বুক? চিন্তা নেই। গ্রীষ্মের ছুটিতে আমার-আপনার পাহাড় যাত্রার স্বাদ মেটাতে বিশেষ ট্রেন পরিষেবার ঘোষণা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।