হাইকোর্টের মুখোমুখি দাঁড়ালে পাশের ডান দিক হয়ে যে রাস্তা সোজা চলে যাচ্ছে। রাস্তার উলটো ফুটে দাঁড়ালেই চোখে পড়ে ছাপোষা এক বাড়ি। তার নিচে এক চিলতে দোকান। দোকানের পাশে চুন খসা দেওয়াল। মাথার উপর লাল হলুদ বোর্ডে লেখা উকিল বাবুর হোটেল। সম্ভবত কলকাতা হাইকোর্ট চত্বরের প্রথম ভাতের হোটেল। ১৪০ বছরের পুরনো। কলকাতা শহরে খাবার হোটেলের অভাব নেই। ফাস্ট ফুড লাইফে এদের মতন পুরনোরাই আজও গর্বের সহিত মাথা উঁচু করে দাঁড়িয়ে। এমনটা ঘটেছে উকিল বাবুর হোটেলের ক্ষেত্রেও। হাইকোর্ট চত্বরে সকলের মুখে মুখে উকিল বাবুর হোটেল নামে পরিচিতি পেলেও আসল নাম হেস্টিংস রেস্টুরেন্ট এন্ড ইটিং হাউস।