MS Dhoni-RCB tweet: IPL-এর রাত-পার্টি করেই বিশ্বকাপ হেরেছে ভারত! ধোনির সেই বক্তব্যে ফের ঝড়, কেঁচো খুঁড়তে বেরোল কেউটে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ এপ্রিল ২০২৪
MS Dhoni and RCB:
রবিবার সিএসকে ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচের আগেই রিইউনিয়ন ঘটে গিয়েছে ধোনির সঙ্গে বিশ্বকাপের সেই স্মারকের। বিসিসিআইয়ের তরফে শনিবার-ই মেগা ম্যাচের আগের দিন ধোনি বিশ্বকাপের রেপ্লিকা ছুঁয়ে রয়েছেন, এমন ভাইরাল ছবি পোস্ট করে দিয়েছে।