• Tapati Basu : প্রয়াত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের প্রাক্তন প্রধান তপতী বসু, শোকস্তব্ধ শিক্ষা মহল
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৪
  • প্রয়াত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপিকা ডঃ তপতী বসু। সাংবাদিকতা নিয়ে পড়াশোনার জগতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ অসংখ্য ছাত্র-ছাত্রী, সহকর্মী সহ শিক্ষা মহল।প্রেমচাঁদ রায়চাঁদ পণ্ডিত ডঃ তপতী বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (এমএ) অর্জন করেছেন। তিনি সেই বিভাগেরই বিভাগীয় প্রধানও হয়েছেন। পরে ইউজিসি জুনিয়র রিসার্চ স্কলার এবং ভিজিটিং ফ্যাকাল্টি হিসাবে যোগ দেন।

    1988 সালে UGC সিনিয়র রিসার্চ স্কলার এবং ভিজিটিং ফ্যাকাল্টি হিসাবে নিযুক্ত হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে LL.B করেছেন। মিডিয়া আইনে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। ভারতে সাংবাদিকতা এবং গণযোগাযোগে NET - GRF, SRF (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) পাশ করা প্রথম প্রার্থী ছিলেন তিনি। ভারতে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে গবেষণা শুরু করেছিলেন। তিনি ‘সংবাদপত্র বিজ্ঞাপন’ বিষয়ে তাঁর পিএইচডি করেছেন। তাঁর গবেষণা পত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে।

    পাশাপাশি তিনি, ফরাসি গণমাধ্যমের উপর ইউনিভার্সিটি ডি প্যারিস সোরবনে, প্যারিস থেকে পোস্ট ডক্টরেট করেছেন। বহরমপুর বিশ্ববিদ্যালয় থেকে ‘টেলিভিশন এবং ইন্টারনেট অ্যাজ এন্টারটেইনমেন্ট মিডিয়া এবং সমাজে তাঁর প্রভাব’ বিষয়ে ডি.লিট ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার কাজ বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীকে তাঁদের পিএইচডি করার জন্য গাইড করছেন। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী তাঁর নির্দেশনায় পিএইচডি লাভ করেছেন। তাঁকে পশ্চিম, উত্তর, উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতে সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিষয়ের উপর প্রথম মহিলা অধ্যাপক বলা হয়ে থাকে।

    অধ্যাপনার পাশাপাশি তিনি লেখালিখির সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর লেখা একাধিক বই প্রকাশিত হয়েছে, যা গণমাধ্যম জগতের পাঠকদের সমৃদ্ধ করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম, সাংবাদিকতা নিয়ে পড়াশোনা অসংখ্য ছাত্র-ছাত্রী তাঁর প্রয়াণে শোকস্তব্ধ। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে তাঁদের শোকবার্তা শেয়ার করছেন প্রত্যেকেই। রাজ্যের সাংবাদিকতা নিয়ে পড়াশোনার জগতে তাঁর প্রয়াণ অমূল্য ক্ষতি বলেও জানাচ্ছেন সকলে।
  • Link to this news (এই সময়)