পুরোনো দোকানের দোকানের কার্নিশ ভেঙে মৃত্যু সব্জি বিক্রেতার
এই সময় | ১৪ এপ্রিল ২০২৪
এই সময়, কৃষ্ণনগর: বন্ধ থাকা পুরোনো একটি দোকানের কার্নিশ ভেঙে ঘটনাস্থলেই মৃত্যু হলো বাজারের এক সব্জি বিক্রেতার। শনিবার সাতসকালে দুর্ঘটনা ঘটেছে নদিয়ার রানাঘাট রেলবাজার সংলগ্ন যদুনাথ বাজারে। মৃত সব্জি বিক্রেতার নাম সত্যেন কুণ্ডু (৬২)। বাড়ি স্থানীয় হিজুলি গ্রামে। বিপজ্জনক বাড়ি ভাঙা নিয়ে পুরসভার উদাসীনতাকে দায়ি করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশ।রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের অবশ্য দাবি, ‘প্রায় দেড়শো বছরের ওই দোকানবাড়িটির বিপজ্জনক অংশ ভাঙতে আমরা আগেই বাড়ির মালিককে নোটিস দিয়েছিলাম। কিন্তু কোনও উত্তর পাইনি। পরে আমরা জানতে পারি, বাড়িটির মালিকানা বদল হয়েছে। এর মধ্যে এমন দুঃখজনক ঘটনা।’
শনিবার সকালে সব্জি নিয়ে বাজারে এসেছিলেন সত্যেন। সকালে বেচাকেনা সবে শুরু করেছিলেন তিনি। পাশের এক দোকানদার জানিয়েছেন, সত্যেনদা যেখানে চট পেতে বসে রোজ সব্জি বিক্রি করতেন ঠিক তার পিছনে পুরোনো দোকানবাড়িটির কার্নিশ ভেঙে পড়েছিল। ইট ও গাঁথনির অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।’
রানাঘাটের একটি ব্যবসায়ী সংগঠনের নেতা বাবু সরকার বলেন, ‘ভেঙে পড়া ওই দোকানটি এক সময় এলাকার বড় দোকান হলেও এখন পোড়ো বাড়ির মতো। বাড়ির মালিক পক্ষকে শুধু নোটিস দিয়েই দায়িত্ব শেষ করতে পারেন না পুর কর্তৃপক্ষ। যাতে বাকি অংশ ফের ভেঙে না পড়ে সেটা দ্রুত দেখতে হবে। মৃতের পরিবার যাতে সংশ্লিষ্ট মালিকপক্ষের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ পায় সে দাবিও জানাচ্ছি আমরা।’
বন্ধ থাকা এই পুরোনো দোকানবাড়িটির ছাদে অনেক গাছ গজিয়ে গিয়েছে। শিকড়ের চাপেই কার্নিশের অংশ ভেঙে পড়েছে বলে জানান তিনি। পুরপ্রধান বলেন, ‘দুর্ঘটনার পরে সকালেই বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এলাকা। আজ রাতেই বাড়িটির বিপজ্জনক অংশ ভেঙে ফেলা হবে।’ দোকানের মালিকের বক্তব্য জানা যায়নি।