• শেষ ম্যাচে জয় অধরা, হার ভুলে ট্রফি নিয়ে উচ্ছ্বাসে মাতেন সাদা কালোর ফুটবলাররা...
    আজকাল | ১৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মাঠে হাজির প্রায় ৩০ হাজার সমর্থক। শেষ ম্যাচ জিতে আই লিগ জয় উদযাপন করার লক্ষ্যে বিনামূল্যে টিকিট বিলি করা হয়েছিল সমর্থকদের। কিন্তু দিল্লির কাছে হেরে আই লিগ শেষ করল মহমেডান স্পোর্টিং ক্লাব। শনিবার যুবভারতীতে সাদা কালো ব্রিগেডের ১-৩ গোলে হার এক গামলা দুধে এক ফোঁটা চোনা।‌ এদিন শুরুতেই গোল হজম চ্যাম্পিয়ন হওয়ার ঘোর কাটিয়ে দেয়। সাত মিনিটের মাথায় পিছিয়ে পড়ে মহমেডান। দিল্লির হয়ে গোল করেন আলিশের খোলমুরোদভ‌। তার কিছুক্ষণের মধ্যে ব্যবধান বাড়ায় দিল্লি। এদিন পুরো দল নামাননি আন্দ্রে। চের্নিশভ। সাতজন ফুটবলার বদল করেন। তাতেই ছন্নছাড়া ফুটবল। চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় আত্মতুষ্টি প্রবেশ করে শিবিরে। গাছাড়া ভাব স্পষ্ট ছিল। এদিন একাধিক তরুণ ফুটবলারকে সুযোগ দেন রুশ কোচ। কিন্তু তার ফায়দা তুলতে পারেনি। অতিরিক্ত সময়ের শুরুতে দিল্লির হয়ে ৩-০ করেন সের্জিও বারবোজা। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ব্যবধান কমান মিরজাল কাসিমভ। তবে এই রেজাল্ট অবশ্য সমর্থকদের উৎসাহে ভাটা ফেলেনি। ম্যাচ শেষে উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেডিয়াম। গ্যালারিতে সাদা কালো পতাকা নিয়ে সমর্থকদের উল্লাস চলে। আই লিগ জিতে যাওয়ার পর এদিনের ফলাফল নিয়ে সমর্থকরা বিশেষ মাথা ঘামায়নি। চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। আই লিগ অধ্যায় শেষ। আগামী মরশুম থেকে আইএসএলে পা রাখবে বাংলার তৃতীয় প্রধান। ছবি: অভিষেক চক্রবর্তী
  • Link to this news (আজকাল)