কমিশনের নির্দেশ মেনে সরকারি অনুষ্ঠান, ‘বাংলা দিবস’ পালনে কী আয়োজন?
এই সময় | ১৪ এপ্রিল ২০২৪
নববর্ষের বরণ করে নেওয়ার মাঝেই আজ, শহর কলকাতায় ‘বাংলা দিবস’ পালনের বিশেষ আয়োজন হতে চলেছে। নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু থাকায় কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে বাদ দিয়ে এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি মিলেছে। আজ, রবিবার বিকেলে বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বাংলা নববর্ষের দিন বিকালে বিকেল পাঁচটা নাগাদ রবীন্দ্রসদনের সামনে ক্যাথিড্রাল রোডে সরকারি অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের আয়োজন করছে তথ্য ও সংস্কৃতি দফতর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের অন্য মন্ত্রীরা। এছাড়াও এই অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকতে পারবেন না।
নববর্ষের সকাল থেকে কল্লোলিনী কলকাতার বড় রাস্তা থেকে শুরু করে আনাচে কানাচে শোনা যাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান। কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের ১৪৪টি ওয়ার্ডেই এই ব্যবস্থা করা হচ্ছে। ১৪৪টি ওয়ার্ডের অন্তর্গত ১৬টি বরো। সেক্ষেত্রে প্রতিটি বরোতে মাইক লাগিয়ে চালানো হবে রবীন্দ্র সংগীত। মেয়র পারিষদ স্বপন সমাদ্দার একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পশ্চিমবঙ্গের জন্য একটি স্বতন্ত্র দিন উদযাপনের কথা ভেবেছেন। তাঁর কথা মতোই শহরে শোভাযাত্রা হবে।
শনিবারই রাজ্যকে শর্তসাপেক্ষে ‘বাংলা দিবস’ পালনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। এ বছর ১লা বৈশাখ প্রথমবারের মতো রাজ্যে পালন হতে চলেছে বাংলা দিবস। কমিশনের নির্দেশ, আদর্শ আচরণ বিধি জারি থাকায় অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকবেন শুধুমাত্র সরকারি আধিকারিকরাই। প্রসঙ্গত, বাংলা দিবস পালন করা ইতিপূর্বে নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর বিধানসভা বাংলা দিবস পালনের প্রস্তাব পাস করা হয়। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর অনুরোধে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। সেই কমিটিই প্রস্তাব দেয়, ১ লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হোক। সেপ্টেম্বর সেই প্রস্তাব পাস হয়েছিল বিধানসভায়।
যদিও, এর আগে কেন্দ্রীয় সরকার ২০ জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করলেও ঐতিহাসিক কারণে ওই দিনটি নিয়ে আপত্তি তোলে রাজ্য সরকার। ২০ জুন রাজভবনে পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস। যদিও তাতে দ্বিমত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার কমিটির সুপারিশ নিয়ে আলোচনা করে দিনক্ষণ চূড়ান্ত করে রাজ্য সরকার। সেখানে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে বুদ্ধিজীবী, সমাজসেবী সহ সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সেখানে রাজ্য সরকারের তরফে পয়লা বৈশাখ দিনটিকেই বাংলা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।