• নববর্ষেও ভ্যাপসা গরমে ভোগান্তি, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৪
  • নতুন বছর শুরু। পয়লা বৈশাখে হাওয়া গরম। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জন্য অস্বস্তি আরও বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ দিনভর মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলায় বাড়বে রোদ এবং গরম। উত্তর পশ্চিমের শুকনো হাওয়ার দাপটও ক্রমশ বৃদ্ধি পাবে। দুই বঙ্গেই হতে পারে বৃষ্টিপাত। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আপাতত তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা বাংলার জন্য নেই।

    পয়লা বৈশাখে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    এদিন শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে।তবে এখনই তাপপ্রবাহের কোন সতর্কবার্তা নেই।রবিবার সেভাবে কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে।সোমবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে।শুধুমাত্র বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায়।স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তবে সেই বৃষ্টির সম্ভাবনাও অত্যন্ত কম। ওডিশায় তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে বাংলায়।মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুরোপুরি শুকনো হাওয়া থাকতে পারে। সেভাবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ক্রমশ গরম বাড়বে।

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। গরম এবং অস্বস্তি বাড়বে। একদিকে শুকনো গরম আবহাওয়া, অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি, নববর্ষের প্রথম দিনেই তিলোত্তমায় থাকতে পারে অস্বস্তিকর আবহাওয়া। এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৩১ শতাংশ।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    রবিবার নববর্ষের দিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হতে পারে বৃষ্টি। দার্জিলিং ও কালিম্পঙে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে হতে পারে হালকা বৃষ্টি। বাকি উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (এই সময়)