• BJP Manifesto: ৫ বছর বিনামূল্যে রেশন, জিরো বিদ্যুৎ বিল! আর কী কী গ্যারান্টি বিজেপির সংকল্প পত্রে?
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৪
  • লোকসভা ভোট শুরুর চার দিন আগে দলীয় ইস্তেহার প্রকাশ করল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ইস্তেহার প্রকাশ করল গেরুয়া শিবির। বিজেপির ইস্তেহারের নাম 'সংকল্প পত্র'। রবিবার দিল্লিতে বিজেপির সদর দফতরের ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে ইস্তেহার প্রকাশ করে বিজেপি।জেপি নাড্ডা এদিন বলেন, 'একটি আদর্শ মেনে চলে বিজেপি। সেই আদর্শ মাথায় রেখেই কাজ করে। আদর্শ অনুযায়ী কাজ করার জন্য বিজেপির নির্বাচনী ইস্তেহার তৈরি হয়েছে। আমাদের সরকার দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে। গ্রাম, দলিত, কৃষক, দরিদ্র, তরুণ ও মহিলাদের জন্য আমাদের কাজ করা লক্ষ্য।'

    'মোদী কি গ্যারান্টি' ট্য়াগলাইনে ইস্তেহার প্রকাশ করে বিজেপি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে বিজেপির ইস্তেহার কমিটি তৈরি করেছে ইস্তেহার। ANI সূত্রে খবর, সংকল্প পত্র প্রকাশের আগে দেশজুড়ে একাধিক নির্বাচনী প্রচার চালিয়েছে বিজেপি। বিভিন্ন স্তরের মানুষের থেকে পরামর্শ চাওয়া হয়েছিল ইস্তেহার তৈরিতে। ইস্তেহার তৈরির জন্য অনন্ত ১৫ লাখ পরামর্শ এসেছিল গেরুয়া শিবিরের কাছে। যার মধ্যে ৪ লাখ পরামর্শ আসে নমো অ্যাপের মাধ্যমে। বাকি ১১ লাখ ভিডিয়োর মাধ্যমে পরামর্শ আসে।

    ইস্তেহারে যা এক ঝলকে

    > মোদীর গ্য়ারান্টি হল, জনঔষধি সেন্টারে ৮০ শতাংশ ছাড় পাওয়া যাবে ওষুধের দামে। আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু থাকবে।

    > সংকল্প পত্রে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আগামী পাঁচ বছরও বিনামূল্যে রেশন পরিষেবা জারি থাকবে। গরিবদের খাবার যেন পুষ্টিকর হয়, তার দিকেও লক্ষ্য থাকবে আমাদের।

    > বিজেপির ইস্তেহারের বলা হয়েছে, ২০২৫ সালকে জনজাতীয় গৌরব বর্ষ হিসাবে পালিত হবে।

    > বিজেপির ইস্তেহারের লক্ষ্য হল 'GYAN'। দেশের গরিব, যুব সমাজ, কৃষক ও মহিলাদের লক্ষ্যেই এই ইস্তেহার প্রকাশ করা হয়েছে। ইস্তেহারের ট্যাগলাইন দেওয়া হয়েছে, 'মোদী কি গ্যারান্টি'।

    > ইস্তেহারে একাধিক বন্দে ভারত ট্রেন চালানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

    > পেট্রোল আমদানি কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

    > বিজেপির ইস্তেহারে যুবকদের কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

    > বিজেপির ইশতেহারে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

    > কর্মসংস্থানের নিশ্চয়তা, ২০৩৬ সালে অলিম্পিকের আয়োজন করা, ৩ কোটি লাখপতি দিদি বানানোর টার্গেট, নারী সংরক্ষণ বাস্তবায়নের প্রতিশ্রুতি, কৃষি অবকাঠামোর উন্নয়ন, জেলেদের জন্য প্রকল্প, ই-শ্রমের মাধ্যমে কল্যাণ প্রকল্প থেকে উপকৃত হওয়া,

    যোগব্যায়ামের অফিসিয়াল সার্টিফিকেশন প্রদান, ২০২৫ উপজাতীয় গর্বের বছর, সকল ক্ষেত্রে ক্ষেত্রে ওবিসি-এসসি-এসটি-র প্রতি শ্রদ্ধা

    গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব তৈরির প্রস্তুতি, সারা বিশ্বে পালিত হবে রামায়ণ উৎসব, অযোধ্যার উন্নয়ন, এক জাতি, এক জাতি এক নির্বাচন, রেলওয়েতে অপেক্ষমাণ তালিকার সমস্যা দূর করা, উত্তর পূর্ব ভারতের উন্নয়ন, এআই, সেমিকন্ডাক্টর এবং স্পেস সেক্টরে বিকাশ করা।

    প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, 'মোদীর গ্যারান্টি ২৪ ক্যারেট সোনার মতোই খাঁটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা দেশবাসীকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছি। ২০১৪ সালের রেজোলিউশন লেটার হোক বা ২০১৯ সালের ইস্তেহার, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা প্রতিটি রেজোলিউশন পূরণ করেছি।'
  • Link to this news (এই সময়)