• Jagan Mohan Reddy: প্রচারে বেরিয়ে মাথায় চোট! পাথরের আঘাতে কপাল ফেটে আহত অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৪
  • ভোটের প্রচারে বেরিয়ে নিজের রাজ্যেই মাথায় চোট পেলেন অন্ধ্রপ্রদেশের মুখ্য়মন্ত্রী জগন্মোহন রেড্ডি। সূত্রের খবর, শনিবার বিজয়ওয়াড়ার একটি জনসভায় যোগ দিতে যাওয়ার সময় ভিড় থেকে উড়ে আসা পাথর সটান লাগে জগনের বাঁ চোখের ঠিক উপর। রক্তে পড়তে থাকে ঝরঝর করে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কপালে দু'টি স্টিট পড়েছে তাঁর। জগনের পাশেই প্রচারগাড়িতে ছিলেন বিজওয়াড়া ওয়েস্ট কেন্দ্রের বিধায়ক বেলামপল্লি শ্রীনিবাস। ভিড় থেকে ধেয়ে আসা একটি পাথর সটান লাগে তাঁর চোখে। কে বা কারা পাথর ছুড়ল তা এখনও স্পষ্ট নয়। তবে জগন শিবিরের একাংশের অভিযোগ, এর পিছনে বিরোধী তেলেগু দেশম পার্টিরই হাত রয়েছে।শনিবার বিজয়ওয়াড়ায় ওয়াইএসআরসিপির প্রধান প্রচার করছিলেন। সেখানে চলছিল তাঁর 'মেমান্থা সিদ্ধম' (আমরা প্রস্তুত) র‌্যালি। ছাদখোলা বাসে দাঁড়িয়ে জনসংযোগ করছিলেন জগন্মোহন। সেখানেই আচমকা ঢিল এসে পড়ে জগনের কপালে। বাসে উপস্থিত চিকিৎসকদের তৎপরতায় রক্ত বন্ধ হয়। কিছুক্ষণের মধ্যেই জগন্মোহন আবার বেরিয়ে পড়েন।

    প্রসঙ্গত, এক মাস আগেই কপালে গুরুতর চোট পানমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় এবং নাকে মোট চারটি সেলাই পড়ে তাঁর। নিজের বাড়ির ভিতরেই পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী৷ কপাল ফেটে ঝরঝর করে রক্ত পড়তে থাকে। তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করে দেখেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড থেকে বের করে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান করানো হয়। তবে সিটি স্ক্যান রিপোর্টে উদ্বেগজনক কিছু না মেলায় রাতেই ছেড়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে।

    এর আগেও একাধিকবার চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। গত জানুয়ারি মাসে বর্ধমানের সভা থেকে ফেরার পথে মাথায় আঘাত পান মমতা বন্দ্যোপাধ্য়ায়। জিটি রোডে ওঠার মুখে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কনভয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। চালক সজোরে ব্রেক কষায় কপাল ও হাতে চোট পান মুখ্যমন্ত্রী। গতবছরের জুন মাসে জলপাইগুড়ির ক্রান্তি থেকে হেলিকপ্টারে বাগডোগরা যাওয়ার সময় প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। সুকনা এয়ারবেসে জরুরি অবতরণ করান পাইলট। কপ্টার থেকে নামতে গিয়ে কোমড়ে চোট লাগে মুখ্যমন্ত্রীর। ২০২১ সালের বিধানসভা ভোটের ঠিক প্রাক্কালে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায়, কপালে এবং পায়ে চোট লাগে তাঁর। তারপর পায়ে প্লাস্টার বেঁধে, হুইলচেয়ারে বসেই ভোটপ্রচারে ঝড় তোলেন তিনি।
  • Link to this news (এই সময়)