ফের গরমের অনুভূতি ক্রমশ বাড়ছে। একইসঙ্গে কমছে বৃষ্টির সম্ভাবনা। আজ পয়লা বৈশাখ (Poila Baisakh)। আজও অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তবে বিকেলের দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। মোটের উপর বাংলার নতুন বছরের প্রথম দিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে।